Bootstrap Image Preview
ঢাকা, ১৮ রবিবার, মে ২০২৫ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সেঞ্চুরির পথে তামিম

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:৪৮ AM
আপডেট: ২৮ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:৪৮ AM

bdmorning Image Preview


হ্যামিল্টনে  স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টেসস্ট সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে টাইগাররা।প্রথমে টসে হেরে ব্যাটিং করছে বাংলাদেশ।  

এই প্রতিবেদ লেখা পর্যন্ত টাইগারদের সংগ্রহ ২৪ ওভারে ১১৮ রানে ১ উইকেট।
আউট হয়েছেনঃ সাদমান(২৪)।
কিউইদের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ের শুরুটা দুর্দান্ত করে টাইগার দলের দুই ওপেনার তামিম ইকবাল ও সাদমান ইসলাম। এই দুই বাঁ-হাতি ব্যাটসম্যানের জুটিতে থেকে আসে ৬১ রান।

 এরপর সাদমান ২৪ রানে বোল্টের বলে বোল্ড আউট হলে ভেঙে যায় জুটি। সাদমানের বিদায়ের পর মুমিনুলকে নিয়ে ক্যারিয়ারের ২৬তম ফিফটি তুলে নেন। এরপর আবার মুমিনুলের সাথে জুটি গড়ে এগিয়ে যেতে থাকেন তামিম। 

টাইগার দলের ৯৫ তম খেলোয়াড় হিসাবে এই ম্যাচে অভষেক হলো পেসার এবাদত হোসেনের। অন্যদিকে কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে বিশ্রামে রাখা হয়েছে। একাদশে জায়গা হয়নি বা-হাতি স্পিনার তাইজুল ইসলামের।


টাইগার একাদশঃ মাহমুদউল্লাহ রিয়াদ(অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, সাদমান ইসলাম, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ,আবু জায়েদ রাহী, সৌম্য সরকার, খালেদ আহমেদ ও এবাদত হোসেন ও মোহাম্মদ মিথুন। 

নিউজিল্যান্ড একাদশঃজেট রাওয়াল, টম ল্যাথাম,  কেইন উইলিয়ামসন (অধিনায়ক), র রস টেলর, হেনরি নিকোলস, বি জে ওয়াটলিং (উইকেটরক্ষক), কলিন ডি গ্র্যান্ডহোম, টিড অস্টল, টিম সাউদি,নীল ওয়াগনার,ট্রেন্ট বোল্ট

Bootstrap Image Preview