Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

এবার জাহাঙ্গীর বস্তিতে আগুন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:৪৩ AM
আপডেট: ২৮ ফেব্রুয়ারী ২০১৯, ১০:২৭ AM

bdmorning Image Preview


মিরপুর ১৪ নম্বরের ভাসানটেকের সিআরপির হাসপাতালের পেছনে জাহাঙ্গীর বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বুধবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার আগুনে সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিটের প্রচেষ্টায় রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে প্রায় শতাধিক ঘর পুড়ে গেছে। 

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স এর কন্ট্রোল রুমে কর্তব্যরত কর্মকর্তা আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার রাত ১টা ২০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। বস্তির বেশিরভাগ বাড়ি ঘর ঢেউটিন, বাঁশ ও কাঠের উপকরণ দিয়ে তৈরি হওয়ার ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনের কারণ জানা যায়নি। আগুনে হতাহত ও ক্ষতিপূরণের বিষয়েও এখনো জানা যায়নি।

এর আগে গত ২০ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টার দিকে চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে।ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিটসহ স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় ১৪ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসলে ৬৭ জনের মরদেহ উদ্ধারের খবর জানায় কর্তৃপক্ষ।

Bootstrap Image Preview