টেকনাফ সীমান্তে বিজিবির সাথে বন্দুক যুদ্ধে লক্ষীপুরের এক মাদক কারবারী নিহত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) ভোররাত আড়াই টার দিকে এ ঘটনাটি ঘটে।
জানা যায়, বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী পয়েন্টে বিজিবির হাতে আটককৃত মাদক ব্যবসায়ী লক্ষীপুরের ভবানীগঞ্জের আব্দুল্লাহপুরের আবুল বাশারের পুত্র বেলাল হোসেনকে (৩৮) নিয়ে একদল বিজিবি জওয়ান অভিযানে গেলে ওঁৎ পেতে থাকা তার সহযোগীরা বিজিবিকে লক্ষ্য করে গুলিবর্ষণ ও দাড়ালো দা নিয়ে হামলা করেন।
বিজিবিও আত্মরক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ করেন। এতে উভয়পক্ষের গোলাগুলির ঘটনা ঘটে।
সকালে খবর পেয়ে টেকনাফ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ৭ হাজার পিস ইয়াবা, ২টি মোবাইল, নগদ ৩ হাজার ৩'শ ৭০ টাকাসহ একটি গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করে। মৃতদেহের পকেটে থাকা কাগজপত্রের সূত্রধরে নিহতের পরিচয় নিশ্চিত করা হয়।
২ বিজিবির অধিনায়ক আসাদুজ্জামান এক ক্ষুদে বার্তায় জানান, বুধবার (২৭ ফেব্রুয়ারি) রাত ৮ টার দিকে হোয়াইক্যং চেকপোস্টে লক্ষীপুরের বেলালকে আটক করা হয়। তার স্বীকারোক্তিমত জানতে পারি খারাংখালী পয়েন্ট দিয়ে বিপুল পরিমাণ ইয়াবা আসার সংবাদ। দ্রুত থাকে নিয়ে অভিযানে গেলে তার দলের লোকেরা বিজিবিকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে বিজিবিও আত্মরক্ষার্তে গুলি ছুড়ে।
পরে হামলাকারীরা পালিয়ে গেলে ঐ স্থানে অভিযান চালালে বেলালকে মুমূর্ষ অবস্থায় পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দিয়ে থাকে নিয়ে টেকনাফ হসপিটালে পাঠানো হয়। পরে ডাক্তার থাকে মৃত ঘোষণা করে।