ঢাকা জেলাধীন দক্ষিণ কেরানীগঞ্জ থানার অন্তর্গত চুনকুটিয়া মধ্যপাড়ায় গোপন সংবাদের ভিত্তিতে একটি মাদকবিরোধী অভিযানে ৩,৮৩০ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ১০ এর একটি আভিযানিক দল।
র্যাব ১০ এর উপ-অধিনায়ক মেজর মো. আশরাফুল হকের নেতৃত্বে পরিচালিত অভিযানে আরো ছিলেন স্কোয়াড কমান্ডার মো. শাহীনুর চৌধুরী ও সহকারী পুলিশ সুপার শহিদুল হক মুন্সী। ঢাকা জেলাধীন দক্ষিণ কেরানীগঞ্জ থানার অন্তর্গত চুনকুটিয়া মধ্যপাড়ায় এই অভিযানটি পরিচালিত হয়।
আটককৃত মাদক কারবারির নাম মো. মেহেদী হাসান বিল্লাল (৩২)। তার পিতার নাম মো. মজিবুর রহমান। এ সময় তার নিকট থেকে মাদক বিক্রির কাজে ব্যবহৃত ১টি মোবাইলফোন এবং ১,২৭৫ টাকা জব্দ করা হয়। আটককৃত আসামি একজন পেশাদার মাদক ব্যবসায়ী বলে জানা গেছে।
তার বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।