Bootstrap Image Preview
ঢাকা, ১৪ বুধবার, মে ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রাবি শিক্ষার্থীর মোবাইল ও মানিব্যাগ ছিনতাই

শাহাবুদ্দীন ইসলাম, রাবি প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারী ২০১৯, ১১:০৬ AM
আপডেট: ২৮ ফেব্রুয়ারী ২০১৯, ১১:০৬ AM

bdmorning Image Preview


রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীর মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (২৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্যার জগদিশ চন্দ্র বসু একাডেমিক ভবনের পেছনের রাস্তায় এ ঘটনা ঘটে।

ছিনতাইয়ের শিকার সুরমান আলী সমাজকর্ম বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের হবিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থী।

ভুক্তভোগী শিক্ষার্থী জানান, রাতে টিউশন শেষে তিনি স্যার জগদিশ চন্দ্র বসু একাডেমিক ভবনের পেছনের রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছিলেন। এই সময় আগে থেকে ওই রাস্তায় দু'টি বাইকে দাড়িয়ে থাকা ৫ জন মাঝবয়সী যুবক তাকে থামতে বলেন। তিনি সাইকেল থামাতেই তার মাথায় ও কোমরে অস্ত্র ঠেকিয়ে এবং গলায় ছুরি ধরে মোবাইল ও টাকা-পয়সা দিয়ে দিতে বলে।

পড়ে ছিনতাইকারীরা তারা মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত সেখান থেকে বাইক নিয়ে কেটে পড়ে।

ছিনতাইয়ের শিকার সুরমান আলী বলেন, আমি ওই রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে হলে ফিরছিলাম। সেখানে দাড়িয়ে থাকা ৫ জন যুবকের একজন আমাকে থামিয়ে দিয়াশলাই আছে কিনা জানতে চায়। আমি তাদের পাশে যেতেই আমার মাথায় ও কোমড়ে দু'টি অস্ত্র ও গলায় ছুরি ঠেকিয়ে মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নেয়। মানিব্যাগে টিউশনের বেতনের ৩ হাজার টাকা ছিলো। পুরো ঘটনা মাত্র এক মিনিটের মধ্যে ঘটে যায়। ছিনতাইকারীদের মুখ কাপড়ে ঢাকা ছিল। তাই কাউকে চিনতে পারি নি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান বলেন, ছিনতাইয়ের ঘটনাটি শুনেছি। পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। 

 

Bootstrap Image Preview