গবেষণাধর্মী বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠা ও শিক্ষার্থীদের মাঝে রোবটিক-প্রযুক্তির জ্ঞান সম্প্রসারণ করার লক্ষে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) একঝাক মেধাবী তরুন শিক্ষার্থীদের উদ্যোগে প্রথমবারের মত গঠিত হয়েছে রোবোটিক্স ক্লাব।
বুধবার (২৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সংগঠনের মত ছাত্র পরামর্শ ও নির্দেশনা দফতরের পরিচালক ড. মীর মোশাররফ হোসেন সংগঠনটির অনুমোদন দেন। আর এ থেকেই শুরু হল JUST Robo Society সংগঠনটির পথচলা।
রোবটিক্স ক্লাবের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বিভাগের শিক্ষার্থী আরাফাত আহমেদ নাইম, সাধারণ সম্পাদক হিসেবে ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মাহমুদুল হা্সান তপু।
সংগঠনটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি মাহফুজুর রহমান, সহ-সাধারণ সম্পাদক ড্যানি আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক ড্যনি আহমেদ, সাংগঠনিক সম্পাদক আশহাব নোমান মাহিন, যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদ হাসান, অর্থ সম্পাদক মিনহাজুল হক, দফতর সম্পাদক আকাশ সাহা, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফরিদ আহমেদ, প্রচার সম্পাদক আশিক আহমেদ। এছাড়াও প্রতিষ্ঠাকালীন সদস্য এহসান, সুভদিপ, মুজাক্কির, প্রান, আদনান, রাজিব প্রমুখ।
সংগঠনটির সাধারণ সম্পাদক মাহমুদুল হা্সান সাংবাদিকদের জানান, আমাদের এ সংগঠনের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের মাঝে রোবটিক-প্রযুক্তির জ্ঞান সম্প্রসারণ, রোবটিক দক্ষতা কাজে লাগিয়ে দূর্লভ কাজকে সহজলভ্য এবং দেশ জাতির উন্নয়ন করার লক্ষে কাজ করে যাব।