যশোরের বেনাপোল সীমান্তে ভারত থেকে পাচার হয়ে আসা চার লাখ টাকার ভারতীয় বিভিন্ন প্রকার ওষুধ জব্দ করেছে বিজিবি সদস্যরা। তবে এসময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।
বুধবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে সীমান্তের সাদিপুর এলাকায় অভিযান চালিয়ে এ ওষুধ জব্দ করা হয়।
যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নজরুল ইসলাম জানান, গোপন সংবাদে জানা যায় চোরাচালানিরা ভারত থেকে বিপুল পরিমাণ ওষুধের চালান এনে যশোর নেওয়ার জন্য সীমান্তের সাদিপুর পাকা রাস্তার ওপর অপেক্ষা করছে। এমন সংবাদের ভিত্তিতে চেকপোস্টের চৌকস বিজিবি‘র একটি টহল দল সেখানে অভিযান চালিয়ে ভারত থেকে পাচার হয়ে আসা চার লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ করে। এর আগে বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।
জব্দকৃত ওষুধগুলো বেনাপোল কাস্টমসে জমা দেওয়া হবে বলে জানিয়েছেন বিজিবি‘র ওই কর্মকর্তা।