হ্যামিল্টনে টাইগারদের ২৩৪ রানের লক্ষে নিজেদের প্রথম ইনিংসে কোন উইকেট না হারিয়ে ৮৬ রান করেছে নিউজিল্যান্ড।
ঘরের মাঠে টাইগারদের দেওয়া অল্প রানের লক্ষে ব্যাটিংয়ের শুরুটা দুর্দান্ত করেছেন দুই কিউই ওপেনার রাভাল ও লাথান। টাইগার বোলারদের প্রতিরোধ করে বড় স্কোরের দিকে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছে। উইকেটে আছেন রাভাল ৫১ ও লাথান ৩৫ রানে।
টাইগারদের প্রথম ইনিংসের সংক্ষিপ্ত স্কোরঃ২৩৪/১০
তামিম(১২৬), সাদমান(২৪), মুমিনুল(১২), মোহাম্মদ মিথুন(৮), সৌম্য সরকার(১),মাহমুদউল্লাহ(২২), লিটন দাস (২৯), মিরাজ(১০), রাহী(২),খালেদ(০), এবাদত(০)*।
উইকেট নিয়েছেনঃ ওয়াগনারে ৫/৪৭, বোল্ট ১/৬২, সাউদি ৩/৭৬, গ্র্যান্ডহোম ১/৩৯
টাইগার একাদশঃ মাহমুদউল্লাহ রিয়াদ(অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, সাদমান ইসলাম, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ,আবু জায়েদ রাহী, সৌম্য সরকার, খালেদ আহমেদ ও এবাদত হোসেন ও মোহাম্মদ মিথুন।
নিউজিল্যান্ড একাদশঃজেট রাওয়াল, টম ল্যাথাম,কেইন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেলর, হেনরি নিকোলস, বি জে ওয়াটলিং (উইকেটরক্ষক), কলিন ডি গ্র্যান্ডহোম, টিড অস্টল, টিম সাউদি,নীল ওয়াগনার,ট্রেন্ট বোল্ট