Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রুকসু নির্বাচনে ছাত্রলীগের পূর্ণ প্যানেলের জয়লাভ 

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারী ২০১৯, ০১:৩৬ PM
আপডেট: ২৮ ফেব্রুয়ারী ২০১৯, ০১:৩৬ PM

bdmorning Image Preview


দক্ষিণবঙ্গের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ ছাত্র সংসদ (রুকসু) নির্বাচনে ছাত্রলীগ মনোনীত মারুফ-সজল-গোপাল পূর্ণ প্যানেল জয়লাভ করেছে।  

বুধবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮ টা থেকে বিকাল ৩টা পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে সরকারি রাজেন্দ্র কলেজ শহর শাখায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এবছর ২৮ হাজার ৪শত ৮০ ভোটারের মধ্যে ৬ হাজার ৪ শত ৫০টি ভোট প্রদান করে।

নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) নূর হোসেন মারুফ পেয়েছেন, ৬ হাজার ৭৯ এবং তার নিকটতম প্রতিদ্বন্দী ছাত্রদলের সেক মামুন পেয়েছেন ১৫৭ ভোট, সাধারণ সম্পাদক (জিএস) আসিফ ইমতিয়াজ সজল পেয়েছেন ৫ হাজার ৯'শ ১২ ভোট এবং নিকটতম প্রতিদ্বন্দী ছাত্রদলের মোঃ জহিরুল ইসলাম পেয়েছেন ২'শ ৫৫, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) গোপাল রায় পেয়েছেন ৫ হাজার ৯'শ ২২ ভোট এবং নিকটতম প্রতিদ্বন্দী ছাত্রদলের ফয়সাল খাঁন পেয়েছেন ২'শ ৩৬, ক্রীড়া সম্পাদক ফাহিম বীন হাদ নীড় পেয়েছেন ৫ হাজার ৭'শ ৬৭ এবং নিকটতম প্রতিদ্বন্দী ছাত্রদলের মোঃ সোহাগ মিয়া পেয়েছেন ২'শ ১৮ ভোট।

ছাত্র মিলনায়তন সম্পাদক মোঃ নাভিদ হাসান পেয়েছেন ৫ হাজার ৮'শ ৭ এবং নিকটতম প্রতিদ্বন্দী ছাত্রদলের মীর সাদিক হোসাইন পেয়েছেন ২'শ ৩২, সহ-ছাত্র মিলনায়তন মোঃ হুমাযুন কবির পেয়েছেন ৫ হাজার ৭'শ ৯৪ এবং নিকটতম প্রতিদ্বন্দী ছাত্রদলের আকাশ সরকার পেয়েছেন ২'শ ৮৮।

ছাত্রী মিলনায়তন সম্পাদক রাবেয়া আক্তার বৃষ্টি পেয়েছে ৫ হাজার ৮'শ ৫৯ ভোট এবং নিকটতম প্রতিদ্বন্দী ছাত্রদলের তানিয়া আক্তার পেয়েছেন ২'শ ৭৫, সহ-ছাত্রী মিলনায়তন রোকেয়া বিনতে জাফর মিম পেয়েছেন ৫ হাজার ৮'শ ৫৯ ভোট এবং নিকটতম প্রতিদ্বন্দী ছাত্রদলের সাজেদা আক্তার পেয়েছেন ২'শ ৭৫ ভোট, সাহিত্য ও সাংস্কৃতি সম্পাদক এস এম হাবীবুন নবী শুভ পেয়েছেন ৫ হাজার ৭'শ ৪৭ ভোট এবং নিকটতম প্রতিদ্বন্দী ছাত্রদলের মোঃ মিজানুর রহমান পেয়েছেন ২'শ ৫৫ ভোট, বার্ষিকী সম্পাদক চিরজ্ঞিত কুমার ঘোষ তমাল পেয়েছেন ৫ হাজার ৭'শ ৯১ ভোট এবং নিকটতম প্রতিদ্বন্দী ছাত্রদলের মোঃ আনিসুর রহমান পেয়েছেন ৩'শ ২০, ধর্ম ও সমাজকল্যাণ সম্পাদক মোঃ মশিউর রহমান ফাহিম পেয়েছেন ৫ হাজার ৮'শ ৩৭ এবং নিকটতম প্রতিদ্বন্দী ছাত্রদলের মোঃ বেখারী মোল্যা পেয়েছেন ২'শ ২০ ভোট।

এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে ছাত্রলীগের রবিউল ইসলাম রাশেদ ৫ হাজার ৫'শ ৯৪, মোঃ চয়ন মোল্লা ৫ হাজার ৫'শ ১৯, মীর তাসকিন আনজুম ৫ হাজার ৩'শ ৫৩ মোঃ জাকির মোল্লা ৫ হাজার ৩'শ ১৯, মোহাম্মাদ রিয়াদ ৫ হাজার ২'শ ৮০, শাহরিয়ার ইসলাম ৫ হাজার ১'শ ৪ ভোট পেয়ে জয়লাভ করেছেন।

এসময় নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন, হিসাব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ সিরাজুল ইসলাম। নির্বাচনে বাংলাদেশ ছাত্র মুক্তিজোট, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, ছাত্র ইউনিয়ন এবং একজন স্বতন্ত্র প্রাথী প্রতিদ্বন্দীতা করেন। নির্বাচনে মোট ১৭ টি পদে ৬৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে।

নির্বাচন কমিশনার মোঃ সিরাজুল ইসলাম বলেন, কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হয়েছে। 
 

Bootstrap Image Preview