Bootstrap Image Preview
ঢাকা, ১৮ রবিবার, মে ২০২৫ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

তামিমের নয় সেঞ্চুরির চারটি বিদেশের মাটিতে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারী ২০১৯, ০৪:০২ PM
আপডেট: ২৮ ফেব্রুয়ারী ২০১৯, ০৪:০২ PM

bdmorning Image Preview


স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে হ্যামিল্টন টেস্টের প্রথম দিনই সেঞ্চুরি করলেন সফরকারী বাংলাদেশ দলের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। দলের অন্য ব্যাটসম্যানদের ব্যর্থতার মাঝেও ১২৬ রানের দর্শনীয় ইনিংস খেলেন তামিম।

মারমুখী মেজাজেই নিজের ইনিংস শুরু করেছিলেন তামিম। তাই ৩৭তম বলেই স্বাদ নেন হাফ-সেঞ্চুরির। পরের ৫০ করতে কিছুটা সর্তক ছিলেন। তাই ১০০তম বলে স্বাদ নেন সেঞ্চুরির। নিউজিল্যান্ডের বাঁ-হাতি পেসার নিল ওয়াগনারকে বাউন্ডারি মেরে টেস্ট ক্যারিয়ারের নবম সেঞ্চুরি পান তামিম। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ও বিদেশের মাটিতেএটি তামিমের চতুর্থ সেঞ্চুরি।

বিদেশের মাটিতে তামিমের অন্য সেঞ্চুরিগুলো এসেছে ইংল্যান্ডের বিপক্ষে দু’টি ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১টি।

সেঞ্চুরির পর নিজের ইনিংস বড় করার চেষ্টা করেছিলেন তামিম। কিন্তু ব্যক্তিগত ১২৬ রানে থামতে হয় তাকে। ২১টি চার ও ১টি ছক্কায় ১২৮ বলে নিজের দুর্দান্ত ইনিংসটি সাজান বাংলাদেশের এই বাঁ-হাতি ওপেনার। নিউজিল্যান্ডের মিডিয়াম পেসার কলিন ডি গ্র্যান্ডহোমের বলে কেন উইলিয়ামসনকে ক্যাচ দিয়ে আউট হন তামিম।

Bootstrap Image Preview