Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

উপজেলা নির্বাচন: ফেঞ্চুগঞ্জে কে পেলেন কোন প্রতীক?

ফেঞ্চুগঞ্জ (সিলেট) প্রতিনিধি
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারী ২০১৯, ০৪:৪৫ PM
আপডেট: ২৮ ফেব্রুয়ারী ২০১৯, ০৪:৪৫ PM

bdmorning Image Preview


আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ফেঞ্চুগঞ্জে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন। প্রতীক পেয়েই আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করেছেন প্রার্থীরা।

প্রতীক বরাদ্দ অনুযায়ী, চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত শাহ মুজিবুর রহমান জকন পেয়েছেন নৌকা প্রতীক, সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম পেয়েছেন কাপ পিরিচ, ওয়াহিদুজ্জামান ছুফি পেয়েছেন দোয়াত কলম, মাও: হারুনুর রশীদ মোটরসাইকেল, হারুন আহমদ চৌধুরী পেয়েছেন ঘোড়া, প্রবাসী মনির আলী নানু পেয়েছেন ব্যাটারি, মাহতাব উদ্দিন পেয়েছেন আনারস প্রতীক।

ভাইস চেয়ারম্যান পদে জাহিরুল ইসলাম মুরাদ পেয়েছেন তালা প্রতীক, বখতিয়ার হোসেন রয়ন পেয়েছেন চশমা, আব্দুল খালিক রুহিল শাহ পেয়েছেন বই, শহিদুর রহমান রুমান পেয়েছেন টিয়াপাখি, মো. সাহাদ মিয়া পেয়েছেন টিউবওয়েল, মনিরুল ইসলাম টিটু উড়োজাহাজ প্রতীক পেয়েছেন।

সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফেরদৌস বেগম ইকবাল পেয়েছেন প্রজাপতি প্রতীক, জাহানারা বেগম শ্যামা পেয়েছেন হাঁস, সেলিনা ইয়াসমিন পেয়েছেন ফুটবল।

Bootstrap Image Preview