Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

কোন সাবান খেতে কত সুস্বাদু!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:১৩ PM
আপডেট: ২৮ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:১৩ PM

bdmorning Image Preview


কখনও এমন কারও কথা শুনেছেন যিনি 'সাবান' খেতে ভালোবাসেন? কথাটি পড়ে অবাক হলেও সত্যি। ইন্দোনেশিয়ার খোশিক আসিফা তাদেরই একজন।

সম্প্রতি বিভিন্ন ব্র্যান্ডের সাবান খেয়ে সেসবের স্বাদ নিয়ে তার পর্যালোচনার ভিডিও প্রকাশিত হয়। আর প্রকাশ হতেই তা খুব দ্রুত ছড়িয়ে পড়ে। ইতিমধ্যে তার এই ভিডিও দেখেছে কয়েক লাখ মানুষ।

তবে এটা আসিফার জন্য নতুন কিছু নয়। সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওগুলোর আগেও তাকে সাবান খেতে দেখা গেছে। শুধু 'গিভ' ব্র্যান্ডের সাবানই না, লাইফবয়, এমনকি লাক্স ব্র্যান্ডের সাবানও খায় সে। এরকম বিভিন্ন ব্র্যান্ডের সাবান খেয়ে তার স্বাদ পরীক্ষা করতেই তার যত মনোযোগ।

ভাইরাল হওয়া ভিডিওগুলোতে দেখা যায়, আসিফা বেশ আনন্দের সাথেই বিভিন্ন রকমের সাবান খাচ্ছে। প্রথমে তাকে ভেজা হাতে সাবান নিয়ে ঘসতে দেখা যায়। এরপর এর থেকে তৈরি ফেনা খুব মজা করেই গবগব করে খেতে দেখা যায়।

কিছু কিছু ভিডিওতে দেখা যায়, সাবান খেতে সে এতোটাই মগ্ন যে পুরো ভিডিওতে সে শুধু একটা শব্দই উচ্চারণ করেন, "সুস্বাদু"!

Bootstrap Image Preview