Bootstrap Image Preview
ঢাকা, ১৮ রবিবার, মে ২০২৫ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

১৪ ছক্কার রেকর্ডে গেইলের একাধিক রেকর্ড

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:১৪ PM
আপডেট: ২৮ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:১৪ PM

bdmorning Image Preview


বুধবার ইংল্যান্ড ও ওয়েষ্ট ইন্ডিজ ম্যাচে যেন ছক্কা মারার প্রতিযোগিতা চলছিল। পুরো ইনিংসে ইংল্যান্ডের ব্যাটসম্যানেরা মারলেন ২৪টি ছয়। যার মধ্যে  বাটলার নিজেই মেরেছেন তার অর্ধেক অর্থাৎ ১২টি ছয়। পরে ব্যাট করতে নেমে ক্যারিবিয়ানদের তরফে যার জবাব মিলল ক্রিস গেলের ব্যাটে। ওয়ান ডে ক্রিকেটে ৫০০তম ছক্কা মেরে ১০ হাজার রান পূর্ণ করলেন তিনি। এদিন তিনি ৯৭ বল থেকে ১৪টি ছক্কার মারে ১৬২ রানের ইনিংস খেলেন। 

এদিন গেইলের ১৪টি ছক্কায় বেশ কয়েকটি মাইলফলকে পৌঁছে গেছেন তিনি।  ইনিংসে অষ্টম ছক্কা হাঁকিয়ে তিন ফরম্যাট মিলে ছুঁয়ে ফেলেন পাঁচশ ছক্কার মাইলফলক। ৫১৫ ইনিংসে পাঁচশ ছক্কার মাইলফলক স্পর্শ করেন এই ক্যারিবিয়ান ব্যাটসম্যান।

তবে শুধু ওয়ানডেতে ৩০৫ ছক্কার মালিক এখন ক্রিস গেইল। এই ফরম্যাটে সবচেয়ে বেশি ছক্কা হাঁকিয়েছেন শহীদ আফ্রিদি, ৩৫১টি। এদিন দ্বিপক্ষীয় সিরিজে তিন ম্যাচে ত্রিশ ছক্কা হাঁকিয়ে দ্বিপক্ষীয় সিরিজে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর রেকর্ডও গড়েছেন।

দ্য ইউনিভার্স বস ১৬২ রানের ইনিংস খেলার পথে গেইল ওয়ানডেতে দশ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন। ব্রায়ান লারার পর ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ও সব মিলিয়ে ১৪তম ক্রিকেটার হিসেবে এ ক্লাবে প্রবেশ করলেন গেইল। দেশের হয়ে সর্বেচ্চ রানের তালিকায় লারা থেকে তিনি মাত্র ৩২৯ রান পিছিয়ে আছেন। 

আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক ছক্কা হাঁকানো পাঁচ ব্যাটসম্যান

১. ক্রিস গেইল (উইন্ডিজ) – ৫০৬ ছক্কা
২. শহীদ আফ্রিদি (পাকিস্তান) – ৪৭৬ ছক্কা
৩. ব্রেন্ডন ম্যাককালাম (নিউজিল্যান্ড) – ৩৯৮ ছক্কা
৪. সনাৎ জয়াসুরিয়া (শ্রীলঙ্কা) – ৩৫২ ছক্কা
৫. মহেন্দ্র সিং ধোনি (ভারত) – ৩৫২ ছক্কা

আন্তর্জাতিক ওয়ানডে সর্বাধিক ছক্কা হাঁকানো পাঁচ ব্যাটসম্যান

১. শহীদ আফ্রিদি (পাকিস্তান) – ৩৫১ ছক্কা
২. ক্রিস গেইল (উইন্ডিজ) – ৩০৫ ছক্কা
৩. সনাৎ জয়াসুরিয়া (শ্রীলঙ্কা) – ২৭০ ছক্কা
৪. মহেন্দ্র সিং ধোনি (ভারত) – ২২২ ছক্কা
৫. রোহিত শর্মা (ভারত) – ২১৫ ছক্কা

Bootstrap Image Preview