Bootstrap Image Preview
ঢাকা, ১৮ রবিবার, মে ২০২৫ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

কোহলির এমন অভিজ্ঞতা এবারই প্রথম

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:০২ PM
আপডেট: ২৮ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:০৩ PM

bdmorning Image Preview


বিশাখাপাত্তনমের সিরিজের প্রথম টি-টোয়েন্টি হেরেছিল ভারত। বুধবার বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে হারল ভারত। এদিন গ্লেন ম্যাক্সওয়েলের ৫৫ বলে ১১৩ নট আউটের সুবাদে দুই বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত।  এতেই দুই ম্যাচের সিরিজে হেয়াইটওয়াশের স্বাদ পায় ভারত। দেশের মাঠে বিরাট কোহালির নেতৃত্বে এটাই ভারতের প্রথম সিরিজ হার।

তিন ফরম্যাট মিলিয়ে দেশের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সদ্যসমাপ্ত টি-টোয়েন্টি সিরিজের আগে ১৫ সিরিজ নেতৃত্ব দিয়েছেন বিরাট কোহালি। তার মধ্যে টেস্ট সিরিজ সাতটি, ওয়ানডে সিরিজ পাঁচটি আর টি-টোয়েন্টি সিরিজ তিনটি। এর মধ্যে কোনও সিরিজ হারেননি কোহালি। জিতেছেন ১৪ সিরিজেই। একটা সিরিজ শুধু ড্র হয়েছিল। অ্যারন ফিঞ্চের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে অধিনায়ক হিসেবে ১৬তম সিরিজে নেমেছিলেন তিনি। আর তাতেই প্রথমবার সিরিজ খোয়ানোর অভিজ্ঞতা হল ঘরের মাঠে।

বিশ ওভারের ক্রিকেটের ইতিহাসে ভারতীয় দল দ্বিপাক্ষিক সিরিজে হেরেছে চারবার। তার মধ্যে তিনবারই হেরেছে মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে। সেগুলো হল ২০১১-১২ মৌসুমে ইংল্যান্ডের কাছে (০-১), ২০১২ সালে নিউজিল্যান্ডের কাছে (০-১) ও ২০১৫-১৬ মৌসুমে দক্ষিণ আফ্রিকার কাছে (০-২)। কোহালির নেতৃত্বে চতুর্থ টি-টোয়েন্টি সিরিজ হারল টিম ইন্ডিয়া।

Bootstrap Image Preview