Bootstrap Image Preview
ঢাকা, ০৭ বুধবার, মে ২০২৫ | ২৪ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রাকসু আন্দোলন মঞ্চের ১২ হাজার লিফলেট বিতরণ

রাবি প্রতিনিধি:
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:২৪ PM
আপডেট: ২৮ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:২৪ PM

bdmorning Image Preview


রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) প্রয়োজনীয়তা ও সচেতনতা বৃদ্ধির লক্ষে শিক্ষার্থীদের মধ্যে ১২ হাজার লিফলেট বিতরণ করেছে রাকসু আন্দোলন মঞ্চ।

বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণের মাধ্যমে এই সচেতনতামূলক কাজের সমাপ্তি ঘোষণা করেন তারা।

এর আগে গত ১৯ ফেব্রুয়ারি থেকে রাকসু আন্দোলন মঞ্চের সমন্বয়ক আব্দুল মজিদ অন্তরের নেতৃত্বে শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ শুরু করেন তারা। এরই মধ্যে তারা ১২ হাজার লিফলেট বিতরণ করেছে।

এ বিষয়ে আব্দুল মজিদ অন্তর বলেন, রাকসু সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীই জানেন না। আমরা শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষে এবং এর প্রয়োজনীয়তা তুলে ধরতে ১২ হাজার লিফলেট বিতরণ করেছি। তবে আমাদের টার্গেট ছিল ৩০ হাজার করা। কিন্তু আর্থিক সংকটের কারণে আমরা করতে পারিনি। যদি আর্থিক সংকট কাটিয়ে উঠতে পারলে আবারো এমন কার্যক্রম চালিয়ে যাবো।

শিক্ষার্থীদের সচেতনতার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, শিক্ষার্থীরা হাতে পেয়ে বেশ গুরুত্ব দিয়ে পড়ছে এবং আমাদের এরকম কাজের জন্য উৎসাহ প্রদান করেছে। আবার অনেকেই রাকসু সম্পর্কে জানতো না, তারা এটি হাতে পেয়ে জানতে পেরেছে।

লিফলেটে রাকসু সম্পর্কে আলোচনাসহ ১৭টি দাবি তুলে ধরেন তারা। দাবিগুলো হলো- বিশ্ববিদ্যালয়ের অন্যান্য নির্বাচনের মতো গণতান্ত্রিক পন্থায় রাকসু নির্বাচন ও তারিখ বাৎসরিক কর্মপরিকল্পনার অন্তর্ভুক্ত করে নির্ধারিত সময়ে নির্বাচন, রাকসু ও গ্র্যাজুয়েট নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ সিনেট কার্যকর, হলে আবাসিকতা নিশ্চিতকরণ ও সিট বরাদ্দের ব্যবস্থা, রাজনৈতিক ব্লক নিষিদ্ধ ও পড়ালেখার পরিবেশ নিশ্চিত, আধুনিক গ্রন্থাগারের ব্যবস্থা, খাবারের মান বৃদ্ধি ও নিরাপদ পানি সরবরাহ, প্রশাসনিক তদারকির মাধ্যমে সাশ্রয়ী মূল্যে মানসম্মত খাবার পরিবেশন, কেন্দ্রীয় গ্রন্থাগার সপ্তাহে সাত দিনসহ ২৪ ঘণ্টা খোলা, ক্যাম্পাসে চুরি, ছিনতাই ও যৌন হয়রানি বন্ধে কার্যকর পদক্ষেপ ও সান্ধ্য আইন বাতিল, পর্যাপ্ত সংখ্যক বাস সংযুক্ত, শিক্ষাসনদ, নম্বরপত্র ও সংশোধনে এবং হল, বিভাগে নামে-বেনামে আদায়কৃত অযৌক্তিক ফি বাতিল, গবেষণা খাতে বাজেট বৃদ্ধি, পূর্ণাঙ্গ টিএসসিসি নির্মাণ, মেডিকেলে চিকিৎসার সেবা বাড়ানো, সড়কে পর্যাপ্ত আলোর ব্যবস্থা, বাণিজ্যিক সান্ধ্য কোর্স বাতিল এবং আইন করে মৌলবাদি, উগ্র ও জঙ্গিমদদপুষ্ট সংগঠনগুলোর সকল প্রকার রাজনৈতিক কার্যকলাপ ক্যাম্পাসে নিষিদ্ধ করার দাবি জানান তারা।

Bootstrap Image Preview