Bootstrap Image Preview
ঢাকা, ১৮ রবিবার, মে ২০২৫ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

তিন নম্বরে উঠে এলেন কোহলি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:২৯ PM
আপডেট: ২৮ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:২৯ PM

bdmorning Image Preview


অজিদের কাছে সিরিজ হারালেও ব্যক্তিগত সাফল্যে নজর কাড়লেন ক্যাপ্টেন কোহলি৷ আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে রানের বিচারে ‘থার্ড বয়’ হলেন ভারত অধিনায়ক৷ সেই সঙ্গে পাক ব্যাটসম্যান শোয়েব মালিকের সঙ্গে একাসনে বিরাট কোহলি৷

বুধবার চিন্নাস্বামীতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে শেষ টি-২০ ম্যাচে ৩৮ বলে হাফ-ডজন ছক্কা ও দু’টি বাউন্ডারির সাহায্যে ৭২ রানের ইনিংস খেলেন বিরাট৷ এতেই পাক ব্যাটসম্যান শোয়েব মালিকের সঙ্গে যুগ্মভাবে তিন নম্বরে উঠে আসেন বিরাট কোহলি৷ ৬৭টি ম্যাচে ২২৬৩ রান করেছেন বিরাট৷

এদিকে তালিকায় তিন নম্বর অবস্থানে থাকা শোয়েব মালিকও ২২৬৩ রান করেছেন। তবে কোহলির চাইতে ৪৪টি ম্যাচ বেশি খেলেছেন শোয়েব মালিক৷ এদিকে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বাচ্চ রান সংগ্রাহকের তালিকায় প্রথম স্থানে রয়েছেন রোহিত শর্মা ও দ্বিতীয় স্থানে আছেন গাপটিল। 

শীর্ষে থাকা রোহিত  ৯৪টি ম্যাচ খেলে করেছেন ২৩৩১ রান৷ আর কিউয়ি ওপেনার গাপটিল করেছেন ২২৭২ রান৷ তবে রোহিতের চেয়ে ২০টি ম্যাচ কম খেলে অথাৎ ৭৪টি ম্যাচ খেলে এই রান করেছেন গাপটিল।

বুধবার অজিদের বিরুদ্ধে দুরন্ত ইনিংস খেলে ২২০০ রানের গণ্ডি টপকে যান কোহলি৷ ক্যাপ্টেন রান পেলেও সিরিজ জেতেনি ভারত৷ দু’ ম্যাচের সিরিজে ২-০ জিতে নেয় ভারত৷ ২০০৮-এর পর প্রথমবার ভারতের মাটিতে যে কোনও ফরম্যাটে সিরিজ জিতে নেয় অজিবাহিনী৷

বিশাখাপত্তনমে সিরিজের প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থ হলেও বেঙ্গালুরুতে দ্বিতীয় ম্যাচে লোকেশ রাহুল ও বিরাটের ব্যাটে বড় রান তুলেছিল ভারত৷ কিন্তু তাতেও জয় আসেনি৷ ভারতের ১৯০ রান তাড়া করে ম্যাক্স ধামাকায় দু’ বল বাকি থাকতেই সাত উইকেট ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া৷ ৫৫ বলে ১১৩ রানের বিধ্বংসী ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠা ছাড়েন গ্লেন ম্যাক্সওয়েল৷ ৫৫ বলের ইনিংসে ৯টি ছক্কা ও ৭টি বাউন্ডারি মারেন ‘ম্যাক্সি’৷ শনিবার থেকে শুরু পাঁচ ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচ৷

Bootstrap Image Preview