Bootstrap Image Preview
ঢাকা, ১৬ শুক্রবার, মে ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বঙ্গবন্ধু সেতুর টোল সিস্টেম বিকল হওয়ায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:৪৫ PM
আপডেট: ২৮ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:৫৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় সিস্টেম বিকল হয়ে যায়। যার ফলে দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ রাখার পর ম্যানুয়াল পদ্ধতিতে পুনরায় টোল আদায় শুরু করেছে সেতু কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার দুপুর ২টা ৫ মিনিট থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত সেতুতে টোল আদায় বন্ধ ছিল। পরে সেতু কর্তৃপক্ষ ম্যানুয়াল পদ্ধতিতে আবার টোল আদায় শুরু করলে সেতু দিয়ে যান চলাচল শুরু হয়।

সূত্রে জানা গেছে, বর্তমানে বঙ্গবন্ধু সেতুতে টোল আদায়ে নিয়োজিত রয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বিবিএ)। এর আগে কয়েক বছর টোল আদায় করেছে বেসরকারি ঠিকাদারি প্রতিষ্ঠান কমিউটার নেটওয়ার্ক সিস্টেম (সিএনএস)। সিএনএস টোল আদায়ের সময় তাদের নিজস্ব সিস্টেম দিয়ে সেতুতে টোল আদায় করতো। পরবর্তীতে সিএনএসের কন্ট্রাক্ট বাতিল হলেও তাদের সিস্টেম দিয়েই টোল আদায় শুরু করে সেতু কর্তৃপক্ষ। এতে মাঝে মধ্যেই সিস্টেম বিকল হয়ে সেতু দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বলেন, বৃহস্পতিবার দুপুরে হঠাৎ করে বঙ্গবন্ধু সেতুতে স্থাপিত টোল আদায়ের সিস্টেম নেটওয়ার্ক ও সফটওয়্যারে সমস্যা দেখা দিলে সেতু দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। দুপুর ২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত সিস্টেম অচল ছিল। পরে সেতু কর্তৃপক্ষ ম্যানুয়াল পদ্ধতিতে টোল আদায় শুরু করলে যান চলাচল শুরু হয়। এ সময় সেতুর উভয় পাশে কিছুটা যানজট ছিল। সেতুতে টোল আদায় শুরু হওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

Bootstrap Image Preview