Bootstrap Image Preview
ঢাকা, ১৮ রবিবার, মে ২০২৫ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

যে রেকর্ডের তালিকায় প্রথম ভারতীয় ধোনি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:১৮ PM
আপডেট: ২৮ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:১৮ PM

bdmorning Image Preview


প্রথম ভারতীয় হিসেবে ধোনির ৩৫০ ছক্কার মাইলফলকে পৌঁছে গেলেন মহেন্দ্র সিং ধোনি। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে বুধবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে এই নজির গড়লেন তিনি।

বুধবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৩ বলে ৪০ রানের ঝড়ো ইনিংসে খেলার পথে তিনটি ছয় মারেন এমএসডি। প্রথম ছয়ের সঙ্গে সঙ্গে প্রাক্তন জাতীয় অধিনায়ক পৌঁছন ৩৫০ ছয়ে। বর্তমানে তিন ফরম্যাট মিলিয়ে ৫২৬ আন্তর্জাতিক ম্যাচে মোট ৩৫২ ছয়ের মালিক তিনি।

আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে সবচেয়ে বেশি ছয় মারার তালিকায় শীর্ষে আছেন ওয়েস্ট ইন্ডিজের বিস্ফোরক ওপেনার ক্রিস গেল। তিনি মেরেছেন  ৫০৬ ছয়। তালিকায় দুইয়ে আছেন পাকিস্তানের অলরাউন্ডার শাহিদ আফ্রিদি (৪৭৬ ছয়)। তৃতীয় স্থানে থাকা নিউজিল্যান্ডের অলরাউন্ডার ব্রেন্ডন ম্যাকালাম মেরেছেন ৩৯৮ ছয়। শ্রীলঙ্কার প্রাক্তন ওপেনার সানৎ জয়সূর্যও ৩৫২ ছয় মেরেছেন চতুর্থ স্থানে রয়েছেন। ধোনি রয়েছেন তালিকার পাঁচে।

Bootstrap Image Preview