Bootstrap Image Preview
ঢাকা, ২২ শুক্রবার, আগষ্ট ২০২৫ | ৭ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

লাদেনের ছেলে হামজার খোঁজে সাড়ে ৮ কোটি টাকা পুরস্কার ঘোষণা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ মার্চ ২০১৯, ১০:৩৯ AM
আপডেট: ০১ মার্চ ২০১৯, ১০:৩৯ AM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


নিহত আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনের ছেলে হামজা বিন লাদেনের খোঁজে ১০ লাখ ডলার (যা বাংলাদেশি টাকায় ৮ কোটি ৪২ লক্ষ) টাকা পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। হামজা সম্পর্কে যে কোন তথ্য দিতে পারলেই পুরস্কৃত করা হবে।

মার্কিন পররাষ্ট্র দফতর জানিয়েছে, হামজা বিন লাদেন বর্তমানে জঙ্গি গোষ্ঠী আল কায়েদার একজন উদীয়মান গুরুত্বপূর্ণ নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন।

কয়েক বছর ধরে বেশ কিছু অডিও এবং ভিডিও বার্তা প্রকাশ করেছেন হামজা। এসব অডিও এবং ভিডিও বার্তায় তার বাবার হত্যার প্রতিশোধ নিতে যুক্তরাষ্ট্র এবং এর পশ্চিমা মিত্র দেশগুলোতে হামলা চালাতে সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন হামজা।

২০১১ সালে পাকিস্তানের অ্যাবোটাবাদে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর হাতে নিহত হন ওসামা বিন লাদেন। তার নেতৃত্বেই ২০০১ সালের ১১ সেপ্টেম্বর টুইন টাওয়ারে হামলা চালানো হয়। এতে প্রায় তিন হাজার মানুষ প্রাণ হারায়।

বর্তমানে হামজা বিন লাদেনের বয়স ৩০ বছর বলে ধারণা করা হচ্ছে। দু'বছর আগে আনুষ্ঠানিকভাবে তাকে আন্তর্জাতিক সন্ত্রাসী উপাধি দেয় যুক্তরাষ্ট্র।

২০০১ সালে ছিনতাই করে যে চারটি বাণিজ্যিক বিমান দিয়ে টুইট টাওয়ারে হামলা চালানো হয়েছিল তার মধ্যে একটি ছিনতাই করেছিলেন মোহাম্মদ আত্তা। এর পরেই হামজা বিন লাদেনের সঙ্গে বিয়ে হয় আত্তার মেয়ের।

কূটনৈতিক নিরাপত্তা বিষয়ক সহকারী সচিব মাইকেল এভানোফ বলেন, আমাদের বিশ্বাস সে হয়তো আফগান-পাকিস্তান সীমান্তে রয়েছে। তবে সে দক্ষিণ কেন্দ্রীয় এশিয়ার যে কোন স্থানে থাকতে পারে।

Bootstrap Image Preview