Bootstrap Image Preview
ঢাকা, ০৮ বৃহস্পতিবার, মে ২০২৫ | ২৫ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ আরও একজনের মৃত্যু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ মার্চ ২০১৯, ১১:৫৭ AM
আপডেট: ০১ মার্চ ২০১৯, ১১:৫৭ AM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


রাজধানীর চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ আরও একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এর আগেও চিকিৎসাধীন অবস্থায় দুজন মারা যান। সব মিলিয়ে এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাড়ালো ৭০ জনে।

আজ শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মারা যাওয়া ব্যক্তির নাম রেজাউল করিম (২১)। মানিকগঞ্জের বেলাল হোসেনের ছেলে। তিনি চকবাজারের একটি কসমেটিকের গোডাউনে কাজ করতেন বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বার্ন ইউনিটের চিকিৎসক পার্থ শংকর পাল। তিনি জানান, আগুনে রেজাউলের শরীরের ৫১ শতাংশ পুড়ে গিয়েছিল। তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

গত ২০ ফেব্রুয়ারি দিবাগত রাতে চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার দিনই আগুনে পুড়ে মারা যান ৬৭ জন। এরপর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজন মারা গেলেন।

Bootstrap Image Preview