ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে ভোটার উপস্থিতি নিয়ে সন্তোস প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।
আজ শুক্রবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পাশে ভোটার দিবস উপলক্ষে র্যালি শেষে সাংবাদিকদের তিনি এই সন্তোষের কথা জানান।
গতকাল বৃহস্পতিবার ঢাকা উত্তর সিটি করপোরেশের (ডিএনসিসি) মেয়র পদের উপনির্বাচন এবং উত্তর ও দক্ষিণ সিটির ওয়ার্ড কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়। ডিএনসিসি মেয়র নির্বাচনে জয়লাভ করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম। তিনি ৮ লাখ ৩৯ হাজার ৩০২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
সিইসি বলেন, ‘ভোটার উপস্থিত কম হওয়ার কয়েকটি কারণ আমি বের করেছি। তা হলো ডিএনসিসিতে স্বল্প মেয়াদের জন্য উপনির্বাচন হওয়া, একটি বড় রাজনৈতিক দল বিএনপির নির্বাচনে অংশ না নেওয়া এবং নির্বাচনের দিন প্রচুর বৃষ্টি হওয়া। এসব কারণ থাকার পরও নির্বাচনের পরিবেশ যা ছিল তা স্বাভাবিক। আমরা সন্তুষ্ট।
ইসির ওপর আস্থা না থাকায় বিএনপি নির্বাচনে আসেনি বলে মন্তব্য করে আসছে-এমন প্রশ্নের উত্তরে নূরুল হুদা বলেন, ‘এটা তাদের রাজনৈতিক বক্তব্য। এ দেশে যারা নির্বাচনে আসে না তারা এ ধরণের বক্তব্য দেয়।’