Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ঢাকার দুই সিটি নির্বাচন: নতুন কাউন্সিলর হলেন যারা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ মার্চ ২০১৯, ০১:১০ PM
আপডেট: ০১ মার্চ ২০১৯, ০১:১০ PM

bdmorning Image Preview


ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ১৮টি ও উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ১৮টি নতুন ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচনের ফল ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর মহানগর নাট্যমঞ্চ ও বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে দুই সিটির নবনির্বাচিত কাউন্সিলরদের নাম ঘোষণা করা হয়।

দক্ষিণ সিটি করপোরেশনে যুক্ত হওয়া নতুন ১৮ ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর ও ৬ জন সংরক্ষিত নারী কাউন্সিলরের নাম ঘোষণা করেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও দক্ষিণ সিটি নির্বাচনের প্রিজাইডিং কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডল।

সাধারণ ১৮টি ওয়ার্ডে বেসরকারি ফলাফলে ৫৮ নম্বর ওয়ার্ডে শফিকুর রহমান সাইজু, ৫৯ নম্বর ওয়ার্ডে আকাশ কুমার ভৌমিক, ৬০ নম্বর ওয়ার্ডে আনোয়ার মজুমদার, ৬১ নম্বর ওয়ার্ডে জুম্মন মিয়া, ৬২ নম্বর ওয়ার্ডে মোশতাক আহমদ, ৬৩ নম্বর ওয়ার্ডে শফিকুল ইসলাম, ৬৪ নম্বর ওয়ার্ডে মাসুদুর রহমান মোল্লা, ৬৫ নম্বর ওয়ার্ডে শামসুদ্দিন ভুইয়া, ৬৬ নম্বর ওয়ার্ডে নূর উদ্দিন মিয়া, ৬৭ নম্বর ওয়ার্ডে মো. ইব্রাহিম, ৬৮ নম্বর ওয়ার্ডে মাহমুদ হাসান পলিন, ৬৯ নম্বর ওয়ার্ডে হাবিবুর রহমান, ৭০ নম্বর ওয়ার্ডে আতিকুর, ৭১ নম্বর ওয়ার্ডে খায়রুজ্জামান, ৭২ নম্বর ওয়ার্ডে শফিকুল আলম শাহীন, ৭৪ নম্বর ওয়ার্ডে আবুল কালাম আজাদ, ৭৩ নম্বর ওয়ার্ডে শফিকুল ইসলাম, ৭৫ নম্বর ওয়ার্ডে তোফাজ্জল জয়ী হয়েছেন।

এছাড়াও ২৫ নম্বর সংরক্ষিত নারী ওয়ার্ডে সুলতানা আহমেদ, সংরক্ষিত ২৪ নম্বর ওয়ার্ডে ফুলবানু পলি, সংরক্ষিত ২৩ নম্বর ওয়ার্ডে মনিরা চৌধুরী, সংরক্ষিত ২২ ওয়ার্ডে হোসনে আরা শাহীন, সংরক্ষিত ২১ নম্বর ওয়ার্ডে রোকসানা আক্তার, সংরক্ষিত ২০ নম্বর ওয়ার্ডে নাসরিন আহমেদ জয়ী হয়েছেন।

এদিকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্থাপিত ‘ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র’ থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের নবনির্বাচিত কাউন্সিলরদের নাম ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম।

বেসরকরিভাবে নির্বাচিত কাউন্সিলরদের মধ্যে ৩৭ নম্বর ওয়ার্ডে মো. জাহাঙ্গীর আলম, ৩৮ নম্বর ওয়ার্ডে শেখ সেলিম, ৩৯ নম্বর ওয়ার্ডে মো. শফিকুল ইসলাম, ৪২ নম্বর ওয়ার্ডে ফারুক আহম্মেদ, ৪৬ নম্বর ওয়ার্ডে মো. সাইদুর রহমান সরকার, ৪৭ নম্বর ওয়ার্ডে মোতালেব মিয়া, ৪৮ নম্বর ওয়ার্ডে মাসুদুর রহমান দেওয়ান, ৪৯ নম্বর ওয়ার্ডে মো. আনিছুর রহমান নাঈম, ৫১ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ শরীফুর রহমান, ৫২ নম্বর ওয়ার্ডে মো. ফরিদ আহমেদ, ৫৩ নম্বর ওয়ার্ডে মো. নাসির উদ্দিন ও ৫৪ নম্বর ওয়ার্ডে জাহাঙ্গীর হোসেন বিজয়ী হয়েছেন।

এছাড়া ১৩ নম্বর সংরক্ষিত ওয়ার্ডে মোসা. মাহফুজা ইসলাম, ১৪ নম্বর সংরক্ষিত ওয়ার্ডে কামরুন নাহার, ১৬ নম্বর ওয়ার্ডে ইলোরা পারভীন, ১৭ নম্বর ওয়ার্ডে জাকিয়া সুলতানা, ১৮ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর পদে কমলা রানী মুক্ত বিজয়ী হয়েছেন।

ঢাকা উত্তর সিটির সম্প্রসারিত ১৮ ওয়ার্ডের মধ্যে ১৮টি সাধারণ ওয়ার্ড ও সংরক্ষিত ৬ ওয়ার্ডে মোট ভোটকেন্দ্র ২৪৩টি এবং ভোটকক্ষ ১ হাজার ৪৭২টি। মোট ভোটার ৫ লাখ ৯০ হাজার ৭০৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৯৮ হাজার ২৮৫ জন এবং নারী ভোটার ২ লাখ ৯২ হাজার ৪২০ জন।

ঢাকা দক্ষিণ সিটির সম্প্রসারিত ১৮টি ওয়ার্ডের মধ্যে সাধারণ ১৮টি ওয়ার্ড ও সংরক্ষিত ৬টি ওয়ার্ডে মোট ভোটকেন্দ্র ২৩৫টি এবং ভোটকক্ষ ১ হাজার ২৫২টি। মোট ভোটার ৪ লাখ ৯৬ হাজার ৭৩৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৪ হাজার ৪৯৭ জন এবং নারী ভোটার ২ লাখ ৪২ হাজার ২৩৮ জন।

Bootstrap Image Preview