Bootstrap Image Preview
ঢাকা, ১৪ বুধবার, মে ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বঙ্গবন্ধুর ৯৯তম জন্মবার্ষিকীতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে হচ্ছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ মার্চ ২০১৯, ০১:১১ PM
আপডেট: ০১ মার্চ ২০১৯, ০১:১২ PM

bdmorning Image Preview


জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে শিশু-কিশোর চিত্রাস্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।

শুক্রবার (১ মার্চ) সকাল ১০ টা থেকে রাজধানীর ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের পাশে এ আয়োজন শুরু হয়েছে, চলবে বিকেল পর্যন্ত।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর কর্তৃপক্ষ এ চিত্রাস্কন প্রতিযেগিতার আয়োজন করে। নদী ও নৌকা অঙ্কন করছিলো আর্মড পুলিশ ব্যটেলিয়ান স্কুল এ্যান্ড কলেজের ৪র্থ শ্রেণীর ছাত্র সানজিদ রশীদ। অঙ্কন করতে তার ভালো লাগে। এর আগেও এমন প্রতিযোগিতায় অংশ নিয়েছিলো সে। এবারের প্রতিযেগিতায় অংশ নিয়েও তার বেশ ভালো লেগেছে বলে জানায়।

সাথে ছিলেন সানজিদের মা নাহার। তিনি বলেন, বঙ্গবন্ধুর ৯৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে এ প্রতিযোগিতা বেশ ভালো হয়েছে। এমন আয়োজন সবসময় থাকলে ভালো হবে।

এছাড়া একাধিক শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহনে তাদের ভালোলাগার বিভিন্ন দিক তুলে ধরে। এ প্রতিযেগিতায় বেলা ১১টা পর্যন্ত আনুমানিক ৬০০ জনের মতো অংশগ্রহণ করে।

প্রতিযেগিতাটি দুই ধাপে অনুষ্ঠিত হচ্ছে, সকা্ল ১০টা থেকে ১১.৩০ পর্যন্ত রাজধানীর প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীরা এবং বিকেল ৩ টা থেকে ৪.৩০ পর্যন্ত সারাদেশ থেকে আগত শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে।

এর মধ্যে ৪টি ভাগে অংশগ্রহণ করছেন শিক্ষার্থীরা, ক বিভাগে ৬ বছর পর্যন্ত শিক্ষাথীরা আঁকতে পারবে ইচ্ছেমেতো। খ বিভাগে ৭ থেকে ৯ বছর পর্যন্ত শিক্ষার্থীরা আঁকছে বাংলাদেশের নদী ও নৌকা। এছাড়া নদী ও শহর আকছে ১০ থেকে ১৩ বছর বয়সী শিক্ষার্থীরা। ঘ বিভাগে ১৪ থেকে ১৮ বছর পর্যন্ত শিক্ষার্থীরা বঙ্গবন্ধু ও আগামীর বাংলাদেশে শীর্ষক চিত্রাঙ্কন করছে।

এসময় খ্যাতিমান চিত্রশিল্পী হাশেম খান বলেন, চিত্রাস্কন হলো শিশুদের প্রথম পাঠ। এমন আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের প্রকাশ করতে পারবে। বঙ্গবন্ধু আমাদের আদর্শ, এজন্য প্রতিটি শিক্ষার্থীকেই ছোট থেকে তার জীবন ধারণ সম্পর্কে জানা প্রয়োজন।

Bootstrap Image Preview