Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

উত্তরে প্রথমবারের মত কাউন্সিলর হলেন যারা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ মার্চ ২০১৯, ০১:২৬ PM
আপডেট: ০১ মার্চ ২০১৯, ০১:২৬ PM

bdmorning Image Preview


ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ১৮টি ও উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ১৮টি নতুন ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচনের ফল ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর মহানগর নাট্যমঞ্চ ও বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে দুই সিটির নবনির্বাচিত কাউন্সিলরদের নাম ঘোষণা করা হয়।

তবে তাদের মধ্যে এবার অনেকেই আছেন যারা প্রথমবারের মত কাউন্সিলর হতে যাচ্ছেন। মূলত অনেক নতুন ওয়ার্ড গঠিত হওয়ায় সেসব ওয়ার্ডে কাউন্সিলরেরা প্রথম বার নির্বাচনে অংশ নিয়েছেন। তারই অংশ হিসেবে ঢাকা উত্তর সিটির নব গঠিত  ১৩ টি ওয়ার্ড'র প্রথম কাউন্সিলরদের নাম দেওয়া হল-  

৪৪  নং ওয়ার্ড : শফিকুল ইসলাম শফিক ,৪৫ নং ওয়ার্ড : জয়নাল আবেদীন, ৪৬ নং ওয়ার্ড: বীর মুক্তিযোদ্ধা হাজী মোঃ সাইদুর রহমান সরকার, ৪৭ নং ওয়ার্ড: মোতালেব মিয়া, ৪৮ নং ওয়ার্ডঃ বুলবুল দেওয়ান ,  ৪৯ নং ওয়ার্ডঃ আনিসুর রহমান নাঈম, ৫০ নং ওয়ার্ড: ডি এম শামীম, ৫১ নং ওয়ার্ডঃ শরীফুর রহমান,  ৫২ নং ওয়ার্ডঃ ফরিদ, ৫৩ নং ওয়ার্ড: আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা  মোঃনাসির উদ্দীন,  ৫৪ নং ওয়ার্ডঃ জাহাঙ্গীর হোসেন যুবরাজ, ৭২ নম্বর ওয়ার্ডে শফিকুল আলম শামীম। 

প্রসঙ্গত, ২০১৭ সালের ৩০ নভেম্বর ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক মারা যান। এতে পদটি শূন্য হয়ে যায়। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে মেয়র পদে উপনির্বাচনের জন্য নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করে। তবে সম্প্রসারিত ওয়ার্ডগুলোর সীমানা নির্ধারণ জটিলতার কারণে উত্তর ও দক্ষিণের সংক্ষুব্ধ দুই ব্যক্তি এ বিষয়ে হাইকোর্টে রিট করায় নির্বাচন পিছিয়ে যায়। এই রিট জটিলতার সমাধান হওয়ায় ঢাকা উত্তরের মেয়র পদে উপনির্বাচন এবং উত্তর ও দক্ষিণের সম্প্রসারিত ৩৬টি ওয়ার্ডে নির্বাচন অনুষ্ঠিত হলো। এ ছাড়া ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের মৃত্যু হওয়ায় সেখানেও বৃহস্পতিবার উপনির্বাচন হলো।

Bootstrap Image Preview