'ভোটার হব, ভোট দিব' এই প্রতিপাদ্য নিয়ে র্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে নওগাঁয় জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।
শুক্রবার (১ মার্চ) সকালে শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বর্ন্যাঢ্য র্যালি বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নওগাঁ সরকারি কেডি উচ্চ বিদ্যালয়ে গিয়ে শেষ হয়। পরে কেডি বিদ্যালয় মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বর্ন্যাঢ্য র্যালি উদ্ধোধন ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান।
জেলা নির্বাচন অফিসার শাহিনুর ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পুলিশ সুপার ইকবাল হোসেন পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গোলাম মোঃ শাহনেওয়াজ, সাবেক অধ্যক্ষ প্রফেসর শরীফুল ইসলাম খান প্রমুখ বক্তব্য রাখেন।