Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

‘হয় বউ হয়ে না হয় লাশ হয়ে প্রেমিকের বাড়ি থেকে শ্মশানে যাব’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ মার্চ ২০১৯, ০৪:৫৮ PM
আপডেট: ০১ মার্চ ২০১৯, ০৪:৫৮ PM

bdmorning Image Preview


গোপালগঞ্জে কোটালীপাড়ার বুরুয়া গ্রামে বিয়ের দাবিতে বিষের শিশি নিয়ে প্রেমিকের বাড়িতে অবস্থান করছেন পলিটেকনিক ইনস্টিটিউটের এক ছাত্রী। ‘হয় বউ হয়ে না হয় লাশ হয়ে’ প্রেমিকের বাড়ি অথবা শ্মশানে যাবেন বলে জানিয়েছেন এই অবস্থানকারী ছাত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের বাগলবাড়ী গ্রামের এই ছাত্রী দীর্ঘদিন ধরে কলাবাড়ী ইউনিয়নের বুরুয়া গ্রামের কাশিনাথ বাড়ৈর কলেজ পড়ুয়া ছেলে রথীন বাড়ৈর (২৫) সঙ্গে প্রেমের সম্পর্ক করে আসছিল। এ সময় বিয়ের প্রলোভন দিয়ে রথীন বাড়ৈ তার প্রেমিকার সঙ্গে শারিরীক সম্পর্ক চালিয়ে যেতে থাকে। এক পর্যায়ে ওই ছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে রথীন সটকে পড়ে। কোনো উপায়ন্ত না দেখে ওই ছাত্রী বিয়ের দাবিতে প্রেমিক রথীনের বাড়িতে অবস্থান নেয়।

গোপালগঞ্জ মডেল পলিটেকনিক ইনস্টিটিউটে অধ্যায়নরত ওই ছাত্রী বলেন, আমাকে যদি রথীন বিয়ে না করে আমি এ বাড়িতেই লাশ হয়ে শ্মশানে যাবো। রথীন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে পড়ালেখা করছেন বলে জানান তিনি।

এই সম্পর্কে রথীনের মা কানন বাড়ৈ বলেন, রথীন ও এই মেয়েটির সম্পর্কের কথা আমাদের জানা নেই। রথীন দুই মাস ধরে বাড়িতে আসে না। সে বর্তমানে ঢাকায় আছে।

Bootstrap Image Preview