'ভোটার হব, ভোট দেব' এ স্লোগানে ঝালকাঠিতে প্রথমবারের মত পালিত হয়েছে জাতীয় ভোটার দিবস।
শুক্রবার সকালে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে শহরে একটি র্যালি বের হয়। গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি একই স্থানে এসে শেষ হয়। এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
ঝালকাঠি অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক এসএম ফরিদ উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় জেলা প্রশাসক মো. হামিদুল হক প্রধান অতিথির বক্তব্য করেন।
আলোচনা ও র্যালিতে জেলা নির্বাচন অফিসের কর্মকর্তা, পুলিশ প্রশাসন, শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।