বগুড়ার ধুনট উপজেলায় সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি ও ব্যঙ্গচিত্র প্রকাশের অভিযোগে শুভ কুমার (২০) নামে সেই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুভ কুমার উপজেলার মথুরাপুর ইউনিয়নের পিরহাটি গ্রামের শুভাষ চন্দ্রের ছেলে।
একই ঘটনার সাথে জড়িত সন্দেহে বৃহস্পতিবার দুপুরের দিকে শুভ কুমারের বাবা শুভাষ চন্দ্র ও বন্ধু লিটন মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছিল পুলিশ। কিন্ত এ ঘটনার সাথে জড়িত থাকার প্রমান না পাওয়ায় শুক্রবার সকালের দিকে মুচলেকা নিয়ে শুভাষ চন্দ্র ও লিটন মিয়াকে থানা থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার পিরহাটি গ্রামের শুভাষ চন্দ্রের ছেলে শুভ কুমার (২০) পেশায় জুয়েলারী কারিগর। সে মথুরাপুর বাজারে বৈশাখী জুয়েলার্সে কাজ করতো। গত ২৫ ফেব্রুয়ারি শুভ কুমার নিজস্ব ফেসবুক ওয়ালে ইসলাম ধর্ম নিয়ে বিভিন্ন ধরনের কটুক্তি করে। এ ছাড়া একই ফেসবুক ওয়ালে ইসলাম ধর্মকে অবমাননা করে ব্যঙ্গচিত্র প্রচার করে।
এ ঘটনা নিয়ে মথুরাপুর বাজারম এলাকায় চরম উত্তেজনা বিরাজ করে। সংবাদ পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান মথুরাপুর বাজার এলাকা থেকে শুভ কুমারের বাবা ও বন্ধুকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। এ ছাড়া বৃহস্পতিবার মধ্যরাতে অভিযান চালিয়ে মথুরাপুর বাজার এলাকা থেকে ঘটনার মুলহোতা শুভ কুমারকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় উপজেলার মথুরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন-অর-রশিদ সেলিম বাদী হয়ে শুক্রবার বিকেলে শুভ কুমারের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন বলেন, প্রাথমিক তদন্তে ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি ও ব্যঙ্গচিত্র প্রচারের সাথে শুভ কুমারের জড়িত থাকার প্রমান মিলেছে। তবে এ ঘটনার সাথে জড়িত না থাকায় শুভ কুমারের বাবা ও বন্ধুকে ছেড়ে দেওয়া হয়েছে। শুক্রবার সকাল থেকে মথুরাপুর বাজার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে। এলাকার পরিবেশ শান্ত রয়েছে।