Bootstrap Image Preview
ঢাকা, ০৭ বুধবার, মে ২০২৫ | ২৪ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

শিক্ষা প্রতিষ্ঠানের অ্যাসেম্বলিতে বাধ্যতামূলক হচ্ছে দুই নীতিবাক্য

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ মার্চ ২০১৯, ০৯:৩৯ PM
আপডেট: ০১ মার্চ ২০১৯, ০৯:৩৯ PM

bdmorning Image Preview


শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাসেম্বলিতে শিক্ষার্থীদের প্রতিদিন অন্তত দুটি করে নীতিবাক্য পাঠ করানো বাধ্যতামূলক হচ্ছে। এ সংক্রান্ত একটি নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

সম্প্রতি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইনের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন মাধ্যমিক শিক্ষা ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক।

সূত্র জানায়, মন্ত্রণালয়ের নির্দেশে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ ৯৯টি নীতিবাক্যের একটি তালিকাও প্রস্তুত করেছে। এ তালিকা সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আগামী ১২ মার্চের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানে ওই তালিকা পাঠানোর জন্য তাদের নির্দেশও দেওয়া হয়েছে।

Bootstrap Image Preview