Bootstrap Image Preview
ঢাকা, ২৬ সোমবার, মে ২০২৫ | ১২ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ডিবি পরিচয়ে ডাকাতির চেষ্টাকালে গণপিটুনিতে যুবক নিহত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ মার্চ ২০১৯, ১০:০৯ AM
আপডেট: ০২ মার্চ ২০১৯, ১০:০৯ AM

bdmorning Image Preview


পাবনার ঈশ্বরদী উপজেলায় গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে একটি বাড়িতে ঢুকে ডাকাতির চেষ্টা করেছে একদল ডাকাত। এ সময় এলাকাবাসীর গণপিটুনিতে এক ডাকাত সদস্য নিহত হয়েছে।

গতকাল শুক্রবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার মুলাডুলি ইউনিয়নের প্রতিরাজপুর পুরাতন মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবকের বয়স আনুমানিক ২৭ বছর হতে পারে বলে জানিয়েছে পুলিশ। তবে তার পরিচয় জানা যায়নি।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার ৫-৬ জনের একটি ডাকাত দল গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে পতিরাজপুর গ্রামের এক বাড়িতে ঢুকে ডাকাতির চেষ্টা চালায়। এ সময় এলাকাবাসী ডাকাতদের ধাওয়া করে একজনকে আটক করে গণপিটুনি দেন। এতে এক ডাকাত ঘটনাস্থলেই মারা যায়। তবে অন্যরা পালিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী বলেন, নিহতের লাশটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা হবে। নিহত যুবকের পরিচয় জানার চেষ্টা চলছে।

Bootstrap Image Preview