হবিগঞ্জের নবীগঞ্জ নতুন বাজার এলাকায় মোটরসাইকেল ধাক্কায় জামিল (৮) নামে এক শিশু নিহত হয়েছে। এ সময় স্থানীয় জনতা প্রায় এক ঘন্টা হবিগঞ্জ-নবীগঞ্জ সড়ক অবরোধ করে রাখে।
শুক্রবার (১ মার্চ) বিকেলে নবীগজ্ঞ উপজেলার নতুন বাজার এলাকায় ঘটনাটি ঘটে। নিহত জামিল আহমেদ বানিয়াচং উপজেলার শ্যামপুর গ্রামের জিয়াউল হকের পুত্র।
জানা যায়, শুক্রবার বিকেলে রাস্তা পারাপারের সময় হবিগঞ্জ থেকে নবীগঞ্জগামী একটি মোটরসাইকেল শিশু জামিলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। এ ঘটনায় বিক্ষোব্ধ জনতা প্রায় এক ঘন্টা হবিগঞ্জ-নবীগঞ্জ সড়ক অবরোধ করে রাখে। এ সময় রাস্তার দু'দিকে যানজটের সৃষ্টি হয়।
পরে খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করলে যান চলাচল পুনরায় স্বভাবিক হয়।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন জানান, রাস্তা পারাপারের সময় শিশু জামিলকে একটি মোটরসাইকেল ধাক্কা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়। পরে স্থানীয়রা উত্তেজিত হয়ে রাস্তা অবরোধ করে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে মোটরসাইকেলটি আটক করা সম্ভব হয়নি।