Bootstrap Image Preview
ঢাকা, ১৪ বুধবার, মে ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রাবি ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩

শাহাবুদ্দীন ইসলাম, রাবি প্রতিনিধিঃ
প্রকাশিত: ০২ মার্চ ২০১৯, ০২:৪৬ PM
আপডেট: ০২ মার্চ ২০১৯, ০২:৪৬ PM

bdmorning Image Preview


ক্রিকেট খেলাকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছাত্রলীগের তিন কর্মী আহত হয়েছে।

শুক্রবার (১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলাভবনের সামনে ও জোহা চত্বরে দুই দফায় এ সংঘর্ষ ঘটে । 

আহতরা হলেন, বিশ্বাবিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়ার'র অনুসারী এবং বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী আসিফুল ইসলাম আসিফ ও আব্দুল্লাহ আল মারুফ ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুর অনুসারী এবং অর্থনীতি বিভাগের ইসহাক রেজা অনিক।

আহতদের মধ্যে আসিফকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।  তিনি রামেকের ৩১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সাবাশ বাংলা মাঠে অর্থনীতি ও লোকপ্রশাসন বিভাগের ক্রিকেট খেলা হয়। খেলায় আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে মতবিরোধ হয় এক পর্যায়ে মারপিটের ঘটনা ঘটে।

এরপর সন্ধ্যা ছয়টার দিকে টুকিটাকি চত্বরে ছাত্রলীগের যুগ্ম সম্পাদক সজলের সাথে দেখা করতে আসে মারুফ ও আসিফ। দেখা করে শহীদুল্লাহ কলাভবনের কাছে গেলে তাদের ওপর হামলা চালায় অনিকসহ কয়েকজন। এ ঘটনার জেরে সন্ধ্যা সাতটার দিকে জোহা চত্বরে অনিককে একা পেয়ে তার ওপর হামলা চালায় মারুফসহ ১০-১৫ জন। 

এ বিষয়ে আহত ইসহাক রেজা অনিক বলেন, তেমন কিছু না খেলাধুলা নিয়ে দুই বিভাগের দু'একজনের সাথে একটু ঝামেলা হয়েছে।

আসিফ বলেন, শুক্রবারের খেলায় আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে আমি প্রতিবাদ করলে অর্থনীতি বিভাগের বিভাগের একজন আমাকে এসে মারধর করে। সন্ধ্যায় ছাত্রলীগের সভাপতির সাথে কথা বলে সমস্যা সমাধান করি। কিন্তু অনিক ও তার কয়েকজন বন্ধু মিলে আমায় আবার মারধর করে। 

শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, অর্থনীতি ও লোকপ্রশাসন বিভাগের খেলা নিয়ে তাদের মধ্যে একটা সমস্যা হয়েছিলো। আমি ও সভাপতি বিষয়টি সমাধান করে দিয়েছি।

প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, খেলাকে কেন্দ্র করে অর্থনীতি ও লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সমস্যা হয়েছিলো ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদককে ফোন দিয়ে সমাধান করে দিতে বলেছি।


 

Bootstrap Image Preview