Bootstrap Image Preview
ঢাকা, ১৮ রবিবার, মে ২০২৫ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ক্রিকেটের অন্যতম দুর্ভাগ্যজনক আউট (ভিডিও)

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ মার্চ ২০১৯, ০৫:১৫ PM
আপডেট: ০২ মার্চ ২০১৯, ০৫:১৫ PM

bdmorning Image Preview


ক্রিকেট খেলায় ব্যাটসম্যানরা কত ভাবেই না আউট হন। কিন্তু নিউজিল্যান্ডের মহিলা ক্রিকেট তারকা কেটি পার্কিন্স যে আউট হয়েছেন সেটি ক্রিকেটের অন্যতম  দুর্ভাগ্যজনক আউট বললে মোটেও ভুল বলা হবে না৷

অস্ট্রেলিয়া গভর্নর জেনারেল একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ ছিল নিউজিল্যান্ডের মহিলা ক্রিকেট দলের৷ ইনিংসের ৪৫তম ওভারে হিথার গ্রাহামের ওভারপিচড বলে স্ট্রেট ড্রাইভ করেন পার্কিন্স৷ 

বল সোজা গিয়ে লাগে ননস্ট্রাইকার ব্যাটার কেটি মার্টিনের ব্যাটে৷ তাঁর হাতে থেকে ব্যাট ছিটকে পড়ে গেলেও বল প্রতিহত হয়ে হাওয়ায় ভেসে থাকে কিছুক্ষণ৷ বোলার গ্রাহাম তা অনায়াসে তালুবন্দি করেন।

সেই আউট দেখতে এখানে ক্লিক করুণ.........

 

 

Bootstrap Image Preview