Bootstrap Image Preview
ঢাকা, ১১ সোমবার, আগষ্ট ২০২৫ | ২৬ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রোহিঙ্গা ক্যাম্প থেকে নিখোঁজের ১০ দিন পর যুবকের লাশ উদ্ধার

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ০২ মার্চ ২০১৯, ০৬:১০ PM
আপডেট: ০২ মার্চ ২০১৯, ০৬:১০ PM

bdmorning Image Preview
প্রতীকী


কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে নিখোঁজের ১০ দিন পর সেপটিক ট্যাংক থেকে মাওলানা শফিকুল ইসলাম (২৬) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২ মার্চ) বেলা সাড়ে ১১ টার দিকে উখিয়া থানা পুলিশের একটি টিম কুতুপালং রোহিঙ্গা শিবিরের ক্যাম্প-১ এর আমবাগান এলাকায় একটি সেপটিক ট্যাংক থেকে তার লাশ উদ্ধার করে।

নিহত শফিকুল ইসলাম এক নম্বর ক্যাম্পের সি-আই ব্লকের লোকমান হাকিমের ছেলে। তিনি একটি মসজিদে কর্মরত ছিলেন বলে জানিয়েছে স্থানীয়রা।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নুরুল ইসলাম মজুমদার জানান, গত ২১ তারিখ থেকে মাওলানা শফিকুল ইসলাম নিখোঁজ ছিল। এরপর পুলিশ অভিযান চালিয়ে সন্দেহভাজন দুই জনকে আটক করে। জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্য অনুযায়ী সেপটিক ট্যাংকের ভেতর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

Bootstrap Image Preview