Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ইমরান খানের শান্তির বার্তার পরেও সীমান্তে গোলাবর্ষণ, দুই শিশুসহ নিহত ৩

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ মার্চ ২০১৯, ০৬:১০ PM
আপডেট: ০২ মার্চ ২০১৯, ০৬:১০ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


কাশ্মীরের ভারত পাকিস্তান সীমান্তে পাক বাহিনীর গোলা বর্ষণে দুই শিশুসহ তার মা নিহত হয়েছেন। শুক্রবার রাতে পাকিস্তানে আটক পাইলট অভিনন্দনকে ফেরত দেয়ার ঘণ্টা কয়েক পর গভীর রাতে সীমান্তে ব্যাপক গোলা বর্ষণের ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।

আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে সংঘর্ষবিরতি লঙ্ঘন করে নিয়ন্ত্রণরেখা জুড়ে বিভিন্ন এলাকায় গতকাল রাত থেকে লাগাতার পাক গোলাবর্ষণে মারা গেলেন তিন সাধারণ নাগরিক। মৃতদের একজন গৃহবধূ রুবানা কোসার (২৪)। পাক গোলার আঘাতে মৃত তাঁর পাঁচ বছরের ছেলে ফাজান এবং নয় মাসের কন্যাসন্তান শবনমও। এ ছাড়া পাক গোলাবর্ষণে গুরুতর আহত হয়েছেন আরও বেশ কয়েক জন সাধারণ নাগরিক। 

প্রতিবেদনে জানানো হয়েছে, গোলা বর্ষণের ঘটনায় নিহত রুবানা আক্তার নামের ২৪ বছর বয়সী ওই নারীর স্বামীও গুরুতর আহত হয়েছেন। পুলিশ বলছে, পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সদস্যরা গভীর রাতে বন্দুকের গুলি ও মর্টার বোমা ছোড়ে। তবে ভারতের পক্ষ থেকে তাদেরকে প্রতিহত করা হয় বলেও জানিয়েছে তারা।

ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্ত নির্ধারণকারী রেখা লাইন অব কন্ট্রোলের সালত্রী নামক গ্রামে শুক্রবার এ হামলা চালায় পাকিস্তান। পুঞ্চ জেলার মানকোটে এলকাতেও গোলাবর্ষণের ঘটনায় এক নারী আহত হয়েছেন। মানকোট ও সালত্রী ছাড়াও পাকিস্তানের নিরাপত্তা বাহিনী কৃষ্ণঘাঁটি ও বালাকোটের বেশ কয়েকটি সেক্টরে হামলা চালায়।

Bootstrap Image Preview