রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছায়া জাতিসংঘ আরইউমান'র আয়োজনে জাতীয় পতাকা উত্তোলন দিবস পালিত হয়েছে।
শনিবার (২ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র কলা ভবনে এই কর্মসূচি পালন করা হয়। সংগঠনটির সভাপতি ইমরুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. লায়লা আরজুমান বানু।
এ সময় অধ্যাপক বানু বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সমুন্নত রাখা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীর দায়িত্ব। আর তা যেন স্বাধীনতাবিরোধী কোন কার্যক্রম এই প্লাটফরম থেকে প্রশ্রয় না পায়।
বক্তব্য শেষে তিনি ছায়া জাতিসংঘ সম্মেলনের সাধারণ সম্পাদক ইমরান মাহমুদ, সহকারি পরিচালক সাদিয়া, বাংলাদেশ বিষয়ক সম্পাদক শিপনুল ইসলাম প্রমুখের হাতে বাংলাদেশের জাতীয় পতাকা তুলে দেন।