Bootstrap Image Preview
ঢাকা, ১৮ রবিবার, মে ২০২৫ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পেস বোলার খুঁজতে বাংলাদেশের সবগুলো জেলায় যাবেন চাম্পাকা 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ মার্চ ২০১৯, ০৭:৫০ PM
আপডেট: ০২ মার্চ ২০১৯, ০৭:৫০ PM

bdmorning Image Preview


মাশরাফি ও মোস্তাফিজদের মত পেস বোলার খুঁজতে দেশের প্রতিটি জেলায় জেলায় যাবেন বিসিবির হাই-পারফর্মেন্স (এইচপি) দলের কোচ চাম্পাকা রামানায়েকে।

এই প্রসঙ্গে চাম্পাকে জানিয়েছেন, 'আমাদের সব জেলায় গিয়ে কার্যকরী কিছু পেসার বের করে নেয়ার পরিকল্পনা আছে। এটা আমাদের পরবর্তী কার্যক্রম। এই দেশে ১৫০ মিলিয়নের মতো জনগন আছে। তাই এখানে অবশ্যই আরও প্রতিভা আছে। হাই পারফর্মেন্স দলের বাইরেও আমি ক্যাম্প করে আরও প্রতিভা বের করার পরিকল্পনা করছি।'

এদিকে ইয়ুথ ক্রিকেট লীগ খেলে আসা ১৩ জন পেসারকে নিয়ে তৈরি করা হয়েছে বিশেষ ক্যাম্প। গত এক সপ্তাহ ধরে আনকোরা পেসারদের নিয়ে তৈরি এই ক্যাম্পের মাধ্যমে পেসারদের স্কিল নিয়ে কাজ করছেন চাম্পাকা।

Bootstrap Image Preview