Bootstrap Image Preview
ঢাকা, ১৮ রবিবার, মে ২০২৫ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

তামিমের 'অদ্ভুত' আউট নিয়ে চারিদিকে আলোচনা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ মার্চ ২০১৯, ০৮:১৯ PM
আপডেট: ০২ মার্চ ২০১৯, ০৮:১৯ PM

bdmorning Image Preview


স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে চলতি প্রথম টেস্টের প্রথম ইনিংসে ব্যাট হাতে দলের হয়ে এক মাত্র সেঞ্চুরি করেন তামিম ইকবাল। এরপর দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরির খুব কাছে গিয়ে অদ্ভুত এক আউটের শিকার হয়ে ৮৬ বলে ৭৪ রান করে সাজ ঘরে ফিরে আসেন এই বাঁ-হাতি ব্যাটসম্যান। 

কি হয়েছিলো? দ্বিতীয় ইনিংসের তখন ৩১ ওভারের খেলা চলছিলো। টাইগারদের তিন উইকেট শেষে রান ছিলো ১২৬। ঠিক সেই সময় টিম সাউদির বলে  লেগ স্টাম্পের অনেক বাইরের মাথা বরাবর শর্ট বলটা ছেড়ে দিতে চেয়েছিলেন তামিম।

কিন্তু ভারসাম্য হারিয়ে ফেলেন যখন তিনি ভূপাতিত, তখন উঁচিয়ে ধরা ব্যাটে বল ছুঁয়ে চলে গেল কিউই উইকেটকিপারের গ্লাভসে। সেঞ্চুরি না হওয়ার আক্ষেপের চেয়ে তামিম যেভাবে আউট হলেন, সেটা দেখে হতভম্ব হয়ে গেছে সবাই। 

Bootstrap Image Preview