Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নওগাঁয় ট্রাক্টরের চাকায় ইমাম নিহত

সুমন আলী, নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ০২ মার্চ ২০১৯, ১১:০১ PM
আপডেট: ০২ মার্চ ২০১৯, ১১:০১ PM

bdmorning Image Preview


নওগাঁয় ট্রাক্টরের চাপায় মসজীদের ইমাম মুফতি মওলানা ইয়ারত আলী (৫২) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে।

আজ শনিবার বিকেলে নওগাঁ সদর উপজেলার হাপানিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি সদর উপজেলার বর্ষাইল ইউনিয়নের লক্ষীপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে ও হাপানিয়া বাজার জামে মসজীদ এর ইমাম।

স্থানিয়রা জানান, বাড়ি থেকে হাপানিয়া বাজারে বাইসাইকেলযোগে যাওয়ার পথে হাপানিয়া বাজারের কাছে পৌঁছলে একটি ট্রাক্টর ঘটনাস্থলে ইয়ারত আলীকে চাঁপা দেয়। এতে ঘটনাস্থলেই ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয়। এ সময় স্থানিয়রা ঘাতক ট্রাক্টরটি আটক করে রাখেন।

নওগাঁ সদর মডেল থানানন অফিসার ইনচার্জ আব্দুল হাই জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌছে মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাক্টরটি হেফাজতে নেয়া হয়েছে।

Bootstrap Image Preview