ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবির) তিন ছাত্রকে পিটিয়ে আহত করায় শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে শাহবাগ থানার দুই পুলিশকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
গতকাল শনিবার রাত ১০টার দিকে ক্যাম্পাসের দোয়েল চত্বর এলাকায় এক পুলিশ কনস্টেবল ‘বন্দুকের বাট’ দিয়ে তাদের আঘাত করেন এবং অপর একজন সেই ঘটনার ভিডিও করছিলেন বলে আহত শিক্ষার্থীদের অভিযোগ।
এ ঘটনায় সাইফুল্লাহ ও মামুন নামের ওই দুই কনস্টেবলকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন শাহবাগ থানার ওসি আবুল হাসান।
তিনি বলেন, 'শিক্ষার্থীদের অভিযোগের প্রাথমিক সত্যতা আমরা পেয়েছি। তার প্রেক্ষিতে এই দুই পুলিশ সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।'