আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরকে বিকালে সিঙ্গাপুর নেয়া হচ্ছে বলে জানিয়েছেন দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
তথ্যমন্ত্রী গণমাধ্যমকে জানান, মেডিকেল ইস্যুতে চিকিৎসকরাই বলবেন। আমাদের দলের পক্ষ থেকে ওনাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নিয়ে যাওয়ার জন্য যোগাযোগ করছি। আশা করছি তাকে শিগগিরই সিঙ্গাপুর নিয়ে যেতে পারবো।
রবিবার (৩ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করানো ৬৭ বছর বয়সী ওবায়দুল কাদেরকে।
ওবায়দুল কাদেরের স্ত্রী আইনজীবী ইসরাতুন্নেসা হাসপাতালে উপস্থিত রয়েছেন।
কাদেরর অসুস্থ্যতার বিষয় জনসংযোগ কর্মকর্তা আবু নাছের জানান, সকালে ফজরের নামাজ শেষে হঠাৎ করেই শ্বাসপ্রশ্বাসে সমস্যা হচ্ছিল। তাৎক্ষণিক তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসকরা তাকে সিসিইউতে রাখেন। সেখানে প্রাথমিক চেকআপ শেষে, দ্রুত এনজিওগ্রাম করার পরামর্শ দেন।
প্রসঙ্গত, আজ ভোর ৬টায় নিজ বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ওবায়দুল কাদের। এরপর সকাল সাড়ে ৭টায় তাকে বিএসএমএমইউ হাসপাতালে নেয়া হয়। প্রথমে তাকে আইসিইউ-তে নেয়া হলে বর্তমানে সিসিইউ রাখা হয়েছে।