একের পর এক আগুন লাগার ঘটনা ঘটেই যাচ্ছে রাজধানীতে। পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডের পর এবার কারওয়ানবাজার রেলগেট সংলগ্ন বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। জানা যায় জনতা টাওয়ারের পেছনে একটি গোডাউন থেকে এই অগ্নিকাণ্ডের সুত্রপাত হয়েছে।
আজ রবিবার(৩ মার্চ) দুপুর ১২টা ১০মিনিটে দিকে আগুনের সূত্রপাত ঘটে। সবশেষে খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার কামরুল ইসলাম জানান, কারওয়ানবাজারস্থ দীপ্ত টেলিভিশনের বিপরীতে গোডাউনের পাশের বস্তিতে আগুনের সূত্রপাত ঘটে দুপুর ১২টা ১০ মিনিটে। আগুনের খবরে তেজগাঁও ফায়ার স্টেশন থেকে তিনটি ইউনিট পাঠানো হয়েছে।
তেজগাঁও ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার রতন কুমারের নেতৃত্বে ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিন ইউনিট। সর্বশেষ খবর অনুযায়ী আগুন নিয়ন্ত্রণে আসেনি। আগুনের কারণ জানা যায়নি।কোন হতাহতের ঘটনাও জানা যায়নি।
এর আগে গত ২০ ফেব্রুয়ারি রাতে পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টার ৬৪ নম্বর হাজি ওয়াহেদ ম্যানশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় এ পর্যন্ত মোট ৭০ জন মারা গেছেন।