Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

হিলি সীমান্তে মাদকদ্রব্যসহ আটক ৩ 

সোহেল রানা, হিলি (দিনাজপুর) প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৩ মার্চ ২০১৯, ০৩:৪০ PM
আপডেট: ০৩ মার্চ ২০১৯, ০৩:৪০ PM

bdmorning Image Preview


দিনাজপুরের হিলি সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।

রবিবার (৩ মার্চ) সকালে উপজেলার সিপি রোড ও ষষ্টিপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক  করা হয়।

আটককৃতরা হলেন, হাকিমপুর উপজেলার উত্তরবাসুদেবপুর গ্রামের মৃত নবাব আলীর ছেলে আব্দুল আওয়াল (২১), একই ফকিরপাড়া এলাকার বাবু হোসেনের ছেলে বাপ্পি হোসেন (২৩), বোয়ালদাড়ের ষষ্টিপাড়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে শাহাদৎ হোসেন (৩৮)।

হাকিমপুর থানার অফিসার ইনর্চাজ আনোয়ার হোসেন জানান, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এ সময় হিলির বোয়ালদাড়ের ষষ্টিপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১'শ বোতল ফেনসিডিলসহ শাহাদৎ হোসেনকে আটক করা হয় এবং হিলির সিপি রোড এলাকায় অভিযান চালিয়ে ১৬ বোতল ফেনসিডিলসহ আব্দুল আওয়াল ও বাপ্পি নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে হাকিমপুর থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের পর দুপুরে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

 

Bootstrap Image Preview