Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সৈয়দপুরে বিশ্ব বন্যপ্রাণী দিবসে বন্যপ্রাণী অবমুক্ত

মহিনুল ইসলাম সুজন,নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত: ০৩ মার্চ ২০১৯, ০৯:৪২ PM
আপডেট: ০৩ মার্চ ২০১৯, ০৯:৪২ PM

bdmorning Image Preview


বিশ্ব বন্যপ্রাণী দিবস পালনে বন্যপ্রাণী সংরক্ষণে `মানুষ ও ধরিত্রীর প্রয়োজনে জলজ প্রাণী বৈচিত্র্য সংরক্ষণে এগিয়ে আসুন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে র‌্যালী, আলোচনা সভা ও লক্ষ্মী প্যাঁচা অবমুক্ত করা হয়েছে।

আজ রবিবার নীলফামারীর সৈয়দপুর উপজেলা প্রশাসনের সহযোগীতায় সেতুবন্ধন স্বেচ্ছাসেবী সংগঠন এই অনুষ্ঠানের আয়োজন করে।

সেতুবন্ধনের প্রতিষ্ঠাতা আলমগীর হোসেন’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এস.এম. গোলাম কিবরিয়া, সামাজিক বনায়ন নার্সারী প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হুদা, সেতুবন্ধনের সহ-সভাপতি খুরশিদ জামান কাকন প্রমুখ।

বক্তারা সকলেই পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষনে আমাদের করনীয় কি এর এর উপর বক্তব্য রাখেন।

আলোচনা সভা শেষে বন্যপ্রাণী সম্পর্কে প্রশ্নোত্তরে বিজয়ী ৫ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন সেতুবন্ধনের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ্। আরো উপস্থিত ছিলেন সেতুবন্ধনের সহ-সভাপতি বিথি ইসলাম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোরছালিন সুমন, অর্থ সম্পাদক মামুন হোসেন, দপ্তর সম্পাদক কুরবান আলী, কার্যকারী সদস্য সুমন ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে স্কুলের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীসহ সুধীজন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, লহ্মী প্যাঁচাটি কিশোরগঞ্জে চাঁদখানা মাঝাপাড়া থেকে অসুস্থ্য অবস্থায় উদ্ধার করে প্রকৃতির মাঝে অবমুক্ত করা হয়। 

Bootstrap Image Preview