Bootstrap Image Preview
ঢাকা, ১৮ রবিবার, মে ২০২৫ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ভারতকে খুশি করতে পারল না আইসিসি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ মার্চ ২০১৯, ১০:০৪ AM
আপডেট: ০৪ মার্চ ২০১৯, ১০:০৪ AM

bdmorning Image Preview


সন্ত্রাসের জন্ম দেওয়া দেশের সঙ্গে সমস্ত ক্রিকেটীয় চুক্তি ছিন্ন করা হোক। আসন্ন বিশ্বকাপের আগে আইসিসি-র কাছে এমন প্রস্তাবই রেখেছিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। অর্থাত্‍ নাম না করে পাকিস্তানকে বিচ্ছিন্ন করার ইঙ্গিত দিয়েছিল বোর্ড। তবে ভারতীয় বোর্ডের সে অনুরোধ বা দাবী সরাসরি নাকচ করে দিল আইসিসি প্রেডিডেন্ট শশাঙ্ক মনোহর।

সপ্তাহ খানেক আগে নাম না করে পাকিস্তানের সাথে সব ধরণের ক্রিকেটীয় সম্পর্ক ছিন্ন কার দাবী জানিয়েছিল ভারত। তারা যুক্তি দিয়েছিল সন্ত্রাসে মদতকারি দেশের সাথে ক্রিকেটীয় সম্পর্ক না রাখার। একই সাথে আগামী বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটিও বয়কট করার আহ্বান জানানো হয় ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের কাছে।

আইসিসি-র তরফে জানিয়ে দেওয়া হয়, বিষয়টির মধ্যে তারা ঢুকতে চায় না। অর্থাত্‍ পাকিস্তানের ক্রিকেটের উপর কোনও বাধ্যবাধকতা আরোপ করা হবে না। এক বিসিসিআই কর্তা বলেন, 'আমাদের প্রস্তাব খারিজ করে দেওয়া হয়েছে। শনিবার বৈঠকে আইসিসি জানিয়ে দেয়, এমন সিদ্ধান্ত কোনও দেশের সরকার নিতে পারে। এখানে আইসিসি-র কোনও ভূমিকা নেই। আমরা এমনই প্রতিক্রিয়া আশা করেছিলাম। তা সত্ত্বেও একবার চেষ্টা করেছিলাম।' 

আইসিসির মিটিংয়ে বিসিসিআইয়ের পক্ষ থেকে সচিব অমিতাভ চৌধুরী ছিলেন। তিনি চিঠির প্রসঙ্গ তোলেননি মিটিংয়ে; কিন্তু শশাঙ্ক মনোহর নিজেই সেই প্রসঙ্গ তোলেন এবং বোর্ডকে ভারতের চিঠি সম্পর্কে অবহিত করেন। এর সঙ্গে এও জীনিয়ে দেন, ‘আইসিসির আসল লক্ষ্য ক্রিকেট।’

পুলওয়ামা হামলার পর পাকিস্তানের সঙ্গে খেলার প্রশ্নে সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো খেলোয়াড়রা সবরকম সম্পর্ক ছিন্ন করার প্রস্তাব দেন। তবে শচীনের টেন্ডুলকার বা সুনীল গাভাসকররা বিশ্বকাপে ভারত পাকিস্তানের সঙ্গে খেলুক বলে মত জানিয়েছিলেন।

Bootstrap Image Preview