Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সিলেটে বিএনপির ৩২ নেতাকর্মী বহিষ্কার

সিলেট প্রতিনিধি 
প্রকাশিত: ০৪ মার্চ ২০১৯, ১১:৪১ AM
আপডেট: ০৪ মার্চ ২০১৯, ১১:৪১ AM

bdmorning Image Preview


আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দলের সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচনে অংশ নেওয়ায় সিলেটে বিএনপির ৩২জন নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে।

রবিবার (৩ মার্চ) কেন্দ্রীয়ভাবে এ সিদ্ধান্ত নেওয়ার পর বহিষ্কারের বিষয়ে জেলা বিএনপিকে চিঠি দিয়ে জানানো হয়।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ জানান, বহিষ্কার নেতাকর্মীদের মধ্যে সিলেট সদর উপজেলা চেয়ারম্যান পদে অংশ নেওয়া জেলা বিএনপির উপদেষ্টা মাজহারুল ইসলাম ডালিমসহ ৩২জন রয়েছেন। বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী তাদেরকে বহিষ্কার করা হয়েছে।

সিলেটের ১২টি উপজেলায় এবারই প্রথম দলীয় প্রতীকে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

জেলা বিএনপির উপদেষ্টা মাজহারুল ইসলাম ডালিম ছাড়াও বহিষ্কার হওয়া ৩২জন নেতাকর্মীদের মধ্যে রয়েছেন-সিলেট জেলা বিএনপির সদস্য ও দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সহসভাপতি জিল্লুর রহমান সোয়েব, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির উপদেষ্টা শামছুল আলম, বিএনপি নেতা ও দক্ষিণ সুরমা উপজেলা যুবদল নেতা সুন্দর আলী, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মাওলানা রশীদ আহমদ, জকিগঞ্জ উপজেলা মহিলা দলের সভাপতি ইয়াহইয়া বেগম, জকিগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফজলে আশরাফ মান্না, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি লুৎফুল হক খোকন, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম স্বপন, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, সিলেট জেলা মহিলা দলের সাবেক সহসভাপতি খোদেজা বেগম কলি, ৫নম্বর ফতেপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হক, সিলেট জেলা বিএনপির সহসভাপতি সোহেল আহমদ চৌধুরী, বিশ্বনাথ উপজেলা বিএনপি নেতা মিসবাহ উদ্দিন আহমদ, বিশ্বনাথ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আহমদ নুর উদ্দিন, সিলেট জেলা ছাত্রদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান খালেদ, বিএনপি নেতা ও সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক আশরাফ উদ্দিন রুবেল, বিশ্বনাথ উপজেলা যুবদল নেতা জুবেল আহমদসহ ৩২ জন।

Bootstrap Image Preview