Bootstrap Image Preview
ঢাকা, ০৬ মঙ্গলবার, মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নিহতের শরীর শিকলে বাঁধা, ঝুলছিল ৩টি তালাও

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ মার্চ ২০১৯, ০১:৩০ PM
আপডেট: ০৪ মার্চ ২০১৯, ০১:৩০ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি পুকুর থেকে শিকল বাঁধা অবস্থায় অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের বাম পা থেকে কোমর পর্যন্ত শিকল দিয়ে বাঁধা ছিল এবং সেখানে ঝুলছিল তিনটি তালা।

সোমবার (৪ মার্চ) সকালে ফতুল্লার পাগলা মেরি অ্যান্ডারসনের সামনের পুকুর থেকে ওই মৃতদেহটি উদ্ধার করা হয়। নিহতের পরনে লাল টি-শার্ট, গেঞ্জি ও কালো কাপড়ের থ্রি কোয়াটার প্যান্ট ছিল।

এ বিষয় ফতুল্লা মডেল থানার ওসি শাহ মোহাম্মদ মঞ্জুর কাদের বলেন, নিহত ব্যক্তির বাম পা থেকে কোমর পর্যন্ত শিকল দিয়ে বাঁধা ও তিনটি তালা লাগানো ছিল। সেই হিসাবে মনে হচ্ছে- তিনি পাগল ছিলেন। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে।

নিহতের মৃতদেহ শহরের জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে বলে জানান ওসি।

Bootstrap Image Preview