Bootstrap Image Preview
ঢাকা, ১৮ রবিবার, মে ২০২৫ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আঙুলের ব্যথা কমায় ভালো অনুভব করছেন সাকিব

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ মার্চ ২০১৯, ০১:৪৬ PM
আপডেট: ০৪ মার্চ ২০১৯, ০৪:৩০ PM

bdmorning Image Preview


নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডের পর টেস্ট সিরিজের অগ্নি পরীক্ষা দিচ্ছে সাকিব বিহীন বাংলাদেশ দল। ৮ মার্চ শেষ থেকে শুরু হবে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্ট। এই ম্যাচেও আঙুলের ইনজুরি কাটিয়ে সাকিবের দলে ফেরা হচ্ছে না। তবে ১৮ মার্চ থেকে শুরু হতে যাওয়া নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ টেস্ট দলে ফেরার সম্ভাবনা রয়েছে সাকিবের। 

বিপিএলের ফাইনালে ইনজুরিতে পড়ার পর এখন মাঠের বাইরে রয়েছেন সাকিব। তবে অবসর সময়টা ঘরে বসে না কাটিয়ে পরিবার নিয়ে ঘুড়ে বেড়াচ্ছেন দেশ বিদেশ। প্রথমে আমেরিকা ভ্রমন করে সেখান থেকে থাইল্যান্ডের ব্যাংকক হয়ে রবিবার দিবাগত রাত ১ টায় ঢাকা ফিরেছেন। 

বিসিবির প্রধান নির্বাচক আকরাম খান দেশের একটি গণমাধ্যমকে জানিয়েছিলেন ব্যাংকক থেকে ২/৩ মার্চ সাকিবের হাতের এক্স রে করানো হতে পারে। সেই রিপোর্টের যদি ভালো হলে দ্বিতীয় অথবা তৃতীয় টেস্ট ফেরার সম্ভবনার কথা জানিয়েছিলেন। 

এদিকে রবিবার সাকিবের ইনজুরি নিয়ে একটি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। তিনি জানান, ‘সাকিব আগে দেশে ফিরুক। তারপর তার আঙুলে এক্স-রে করা হবে। এক্স-রে রিপোর্ট দেখে চিকিৎসকরা আমাদের জানাবেন সাকিবের বিষয়ে পরবর্তী করণীয় কী?’

সাকিবের বর্তমান অবস্থার ব্যাপারে জানতে চাওয়া হলে প্রধান নির্বাচক সাকিবকে উল্লেখ করে তিনি জানান, ‘সাকিবের সঙ্গে আমার টেলিফোনে কথা হয়েছে। সে আমাকে জানিয়েছে এখন আঙ্গুলের ব্যথা কম আছে। বেশ ভালো অনুভব করছে।’

Bootstrap Image Preview