Bootstrap Image Preview
ঢাকা, ০৪ রবিবার, মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নোবিপ্রবি ফটোগ্রাফি ক্লাবের কমিটি গঠন

ছাফওয়ান উল্লাহ, নোবিপ্রবি প্রতিনিধি 
প্রকাশিত: ০৪ মার্চ ২০১৯, ০২:৩৬ PM
আপডেট: ০৪ মার্চ ২০১৯, ০৩:১৩ PM

bdmorning Image Preview


হৃদয় মজুমদারকে সভাপতি এবং হৃদয় সাহাকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) এক বছর মেয়াদী ফটোগ্রাফি ক্লাবের কমিটি গঠন করা হয়েছে। 

এদিকে বৃহস্পতিবার (৩১ জানুয়ারি ২০১৯) বিকেলে হাজী ইদ্রিস আলী অডিটোরিয়ামে ফটোগ্রাফি ক্লাবের আগামী একবছরের মেয়াদে কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সাংগঠনিক সম্পাদক নাহিদা বাতেন, অর্থ সম্পাদক কনক পাল, দপ্তর সম্পাদক নাসিফ হাসনাইন নাহিন এবং তথ্য ও প্রচার সম্পাদক সাঈদ আহমেদ শান্ত। 

নব-বির্বাচিত সভাপতি হৃদয় মজুমদার বলেন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একটি সম্ভাবনার সমুদ্র। আর নোবিপ্রবি ফটোগ্রাফি ক্লাব সে সমুদ্রের একটু ছোট অংশ এবং একটি ক্ষেত্র তাদের মেধা প্রকাশের। আমি বিশ্বাস করি নোবিপ্রবি ছাত্রছাত্রীদের মাঝে এমন সম্ভাবনা আছে যে তারা দেশের বিভিন্ন জায়গায়, বিভিন্ন আলোকচিত্র প্রতিযোগীতায় নিজের এবং বিশ্ববিদ্যালয়ের জন্য সুনাম বয়ে আনবে। আশা করি, অন্যান্য ছাত্র-ছাত্রীরা তাদের দেখে উৎসাহিত হবে। ভবিষ্যৎ নিয়ে নোবিপ্রবি ফটোগ্রাফি ক্লাবের অনেক পরিকল্পনা রয়েছে।

সাধারণ সম্পাদক হৃদয় সাহা বলেন, নোবিপ্রবি ফটোগ্রাফি ক্লাবের সকল সদস্য ক্লাবটিকে এগিয়ে নিয়ে যাওয়া এবং বিশ্ববিদ্যালয়ের সুনাম দেশের প্রতিটি কোণায় পৌঁছে দেওয়ার ক্ষেত্রে দৃঢ় প্রতিজ্ঞ। আশা করা হচ্ছে অতি শীঘ্রই নোবিপ্রবি ফটোগ্রাফি ক্লাব আগের ধারাবাহিকতায় আবারও ইন্ট্রা ইউনিভার্সিটি ফটোগ্রাফি এক্সিবিশন এর আয়োজন করবে এবং ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক ফটোগ্রাফি এক্সিবিশনেরও আয়োজন করবে।

উল্লেখ্য, ফটোগ্রাফির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের নাম দেশের চারিদিকে ছড়িয়ে দেয়া এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ফটোগ্রাফিয় সম্ভাবনাগুলো বের করা ও সেগুলোর উন্নয়ন করার উদ্দেশ্যে যাত্রা করেছিল নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ফটোগ্রাফি ক্লাব।

 

Bootstrap Image Preview