Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নবীগঞ্জ-আউশকান্দি সড়কে নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম

আজিজুল ইসলাম সজীব, হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০৪ মার্চ ২০১৯, ০৩:১২ PM
আপডেট: ০৪ মার্চ ২০১৯, ০৩:২৯ PM

bdmorning Image Preview


হবিগঞ্জের নবীগঞ্জ-আউশকান্দি সড়কে দীর্ঘ প্রতিক্ষার পর পুনরায় নির্মাণ কাজ শুরু হলেও কাজের মান নিয়ে রয়েছেন নানা প্রশ্ন। ঠিকাদারী প্রতিষ্ঠানটি ব্যাপক অনিয়মের মাধ্যমে পুরোধমে চালিয়ে যাচ্ছে সংস্কার কাজ।

এ আঞ্চলিক সড়কের কাজে নিুমানের মালামালের পাশাপাশি পাথরের বদলে ব্যবহার করা হচ্ছে অতিরিক্ত বালু। আশ্চর্যজনক হলেও সত্য পূর্বের সড়ক থেকে দুই পাশে প্রায় ২ ফুট রাস্তা কমিয়ে ছোট করে হেজিং দেয়া হয়েছে। আর হেজিংয়ে ১ নম্বর ইট দেয়ার কথা থাকলেও দেয়া হচ্ছে ২-৩ নম্বরের ইট। এছাড়াও সড়কে অতিরিক্ত ধুলোবালির কারণে প্রতিনিয়ত অসুস্থ হয়ে পড়ছেন এ রাস্তায় চলাচল করা যাত্রীরা।

সরেজমিন দেখা যায়, নবীগঞ্জ-আউশকান্দি সড়কের কুর্শি ইউনিয়নের ফুটারমাটি এলাকাসহ সড়কের বিভিন্ন স্থানে পূর্বে সড়কের সীমানা থেকে উভয় পাশে প্রায় দুই ফুট ছোট করে ইট দিয়ে হেজিং করা হয়েছে। এছাড়াও পানি নিয়মিত না দেয়ার ফলে ধুলোবালির জন্য নষ্ট হচ্ছে জনস্বাস্থ্য। এ সড়কের যাতায়াতকারী জুমান আহমেদ নামে এক কলেজ শিক্ষার্থী জানান, প্রতিদিন কলেজে যাওয়ার সময় ধুলোবালির কারণে কলেজ ড্রেস নষ্ট হয়ে যায় এবং আমার কয়েকজন সহপাঠী অসুস্থ হয়ে পড়েছে। সৈরত মিয়া নামে এক বৃদ্ধ ব্যক্তি জানান, ‘আগের রাস্তা থাকি এ রাস্তা উভয় পাশে ছোট অই গেছে, রাস্তায় ধুলোবালির জন্য চলাচল মুশকিল হয়ে পড়েছে। এ বয়সেও ধুলোবালির মধ্য দিয়ে যাতায়াত করতে হচ্ছে। দ্রুত এর সমাধানে কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।

সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা যায়, গত বছরের শেষ দিকে নবীগঞ্জ-আউশকান্দি সড়কে প্রায় ২০ কিলোমিটার রাস্তা পূর্ণ নির্মাণের  জন্য ১৯ কোটি টাকার কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান জন-জেবি।

এ ব্যাপারে হবিগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী জহিরুল ইসলাম জানান, খোঁজ নিয়ে যদি সড়কে নিুমানের মালামাল, পাথরের চেয়ে বালু বেশি এবং মাপের চেয়ে রাস্তা ছোট করা হয় তাহলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Bootstrap Image Preview